এপোসাইনাম ক্যানাবিনাম ( Apocynum Cannabinum) [ পশ্চিম ভারতীয় শন, হেম্প ]
এপোসাইনাম ক্যানাবিনাম (Apocynum Cannabinum)
সর্বপ্রকার নিঃস্রাব হ্রাসপ্রাপ্ত হয়, বিশেষতঃ মূত্র এবং ঘর্ম।স্নৈহিক ঝিল্লীসমূহের শোথ; তরুণ ও প্রদাহিক শোথ।
শোথের সহিত পিপাসা; জল ভাল লাগে না অথবা বমিত হইয়া যায় (আর্স); অধিকাংশ ক্ষেত্রে কোন যান্ত্রিক পীড়ার সহিত সংযুক্ত থাকে না; টাইফাস, টাইফয়েড, আরক্ত-জ্বর, মেদাপকর্ষ, কুইনাইন অপব্যবহারের পরবর্তী শোথ।
যুবতীদিগের ঋতুবন্ধ, তৎসহ হস্ত-পদ ও উদরের ফুলাভাব অথবা শোথজনিত স্ফীতি।
অতিরজঃ, দীর্ঘকাল ধরিয়া অথবা থামিয়া থামিয়া রক্তস্রাব, রক্ত তরল বা চাপচাপ, বিবমিষা, বমন, বুক ধড়ফড় করা, নড়াচড়া করিলে নাড়ী দ্রুত ও দূর্বল হয়, জীবনীশক্তির অবসন্নতা, বালিশ হইতে মাথা তুলিতে গেলে মুর্ছাভাব।
গর্ভাবস্থায় হ্রস্ব ও শুষ্ক অথবা গভীর ও সরল কাশি।
সম্বন্ধ-সমগুন শোথরোগে-এসেট এসি, এপিস(তৃষ্ণা থাকে না), আর্স, সিঙ্কোনা, ডিজি।
এপিস, এপোসাই, ডিজি ব্যর্থ হওয়ার পরেও ব্লাটা ওরিয়েন্টালিস দ্বারা সর্বাঙ্গীন শোথের খারাপ অবস্থাও আরোগ্য হইয়াছে-(ডাঃ হয়নেস)
হোমিও ঔষধগুলির সংক্ষিপ্ত নাম থাকলে ভাল হয়#
উত্তরমুছুন