Header Ads

কোকা ( Coca ) [ ইরিখ্রক্সিলন কোকা নামক গাছের পাতা ]

কোকা ( Coca ) [ ইরিখ্রক্সিলন কোকা নামক গাছের পাতা ]

কোকা ( Coca ) [ ইরিখ্রক্সিলন কোকা নামক গাছের পাতা ]

যে-সকল লোক কর্মব্যস্ত জীবনের মানসিক ও শারীরিক পরিশ্রমের চাপে জীর্ণ হইয়া পড়িয়াছেন, যাঁহারা স্নায়ুসমূহ ও মস্তিষ্কের অবসন্নতায় ভুগিতেছেন। 

স্নায়বিক অবসন্নতা হেতু বিষাদিত, লজ্জাশীল, ভীরু, লোকসঙ্গে অস্বস্তি বোধ করেন। 

বিষন্ন, ক্রোধপ্রবণ, নির্জনে এবং গুপ্তভাবে থাকিতে আনন্দবোধ করেন।

মদ্যজাতীয় পানীয় ও তামাকের স্পৃহা; তিনি যে-উত্তেজক পদার্থে অভ্যস্ত তাহা আকাঙ্ক্ষা করেন। 


যাহারা ব্যায়ামক্রীড়ায় নিযুক্ত তাহাদিগের বেদমভাব; বৃদ্ধ ব্যক্তিগের ও যাহারা অতিরিক্ত তামাক ও হুইস্কি ব্যবহার করেন, তাহাদের শ্বাসের হ্রস্বতা। 

বক্ষে চাপবোধ ও স্বাসকষ্টের সহিত মুখ দিয়া রক্ত উঠা। 

নিদ্রালু কিন্তু কোথাও বিশ্রাম করিবার মত স্থান খুজিয়া পায় না। 

ভয়ানক হৃদস্পন্দন, অন্ত্রে বায়ু আবদ্ধ হওয়া জনিত ( আর্জে নাই, নাক্স), অতি পরিশ্রমজনিত, হৃৎপিন্ডের অতি চেষ্টাজনিত ( আর্নিকা, বোরাক্স, কষ্টি)। 

পর্বত আরোহণ অথবা বেলুনে ভ্রমনে ভ্রমণের কুফল (আর্স); উত্তেজক দ্রব্য, মদ্য ও তামাকের কুফল। 
দাঁতের কেরিজ (ক্ষয়) নিবারণ করে। 

সম্বন্ধ-তুলনীয়-রোগী আলোক ও লোকসঙ্গ পছন্দ করে, ষ্ট্র্যামো; অন্ধকার ও নির্জনতা পছন্দ করে, কোকা। 

সর্বপ্রথমে তামাকের প্রতিবিষরূপে ব্যবহৃত হইয়াছিল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.