ফসফরাস ( Phosphorus) [ ফসফরাস নামক মৌলিক পদার্থ ]
ফসফরাস ( Phosphorus) [ ফসফরাস নামক মৌলিক পদার্থ ]
ফসফরাস ( Phosphorus) [ ফসফরাস নামক মৌলিক পদার্থ ] |
লম্বা, পাতলা ব্যক্তি, রক্তপ্রধান ধাতু, সুন্দর চর্ম, চিক্কণ অক্ষিপক্ষ্ন সুন্দর চুল অথবা লাল চুল, দ্রুত উপলব্ধিযুক্ত এবং অত্যন্ত তীক্ষ্ন অনুভূতিযুক্ত ব্যক্তির পক্ষে উপযোগী।
যে সকল যুবক যুবতী দ্রুত বাড়িয়া উঠে, সম্মুখদিকে একটু অবনত হইয়া পড়ে ( অবনত হইয়া চলে-সালফ), যাহার হরিৎ পান্ডুরোগগ্রস্ত অথবা রক্তশূণ্য; প্রাতঃকালীন উদরাময়গ্রস্ত বৃদ্ধ ব্যক্তি।
স্নায়বিক, দূর্বল, চুম্বকশক্তি দ্বারা স্পৃষ্ট হইবার আকাঙ্ক্ষাযুক্ত ( সাইলি)।
আলোক, শব্দ, গন্ধ, স্পর্শ প্রভৃতি সর্বপ্রকার বাহ্যিক সংস্কারে অত্যনুভূতিযুক্ত।
অস্থির, চঞ্চল, সর্বদা, নড়াচড়া করে, এক মূহুর্তও বসিয়া বা স্থির হইয়া দাঁড়াইয়া থাকিতে পারে না (পদদ্বয়ের অস্থিরতা ও চঞ্চলতা-জিঙ্ক)
জ্বালা, মেরুদন্ড বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে; স্কন্ধাস্থিদ্বয়ের মধ্যে ( ঐ স্থানে যেন এক খন্ড বরফ চাপান আছে এরূপ অনুভূতি-ল্যাক নানথিস), অথবা দারুণ উত্তপবোধ পৃষ্ঠের উপর দিয়া উপরদিকে উঠিতে থাকে; হাতের তালুতে উত্তাপ ( ল্যাকে), বক্ষে ও ফুসফুসে উত্তাপবোধ, শরীরের প্রত্যেক যন্ত্রে অথবা তন্তুতে উত্তাপবোধ ( আর্স, সালফ)। সাধারণতঃ স্নায়ুমন্ডলের পীড়ায় এরূপ অবস্থা।
রক্তস্রাবপ্রবণ ধাতু; সামান্য ক্ষত হইতেই প্রচুর রক্তস্রাব হয় ( ক্রিয়ো, ল্যাকে); প্রত্যেকটি শ্লৈষ্মিক ঝিল্লীযুক্ত দ্বার হইতে রক্তস্রাব হয়।
অত্যন্ত দূর্বলতা ও অবসন্নতা, তৎসহ ধাতুদৌর্বল্য ও কম্পন, সর্বাঙ্গীণ কম্পন; জৈব তরলপদার্থের অপচয়হেতু দূর্বলতা ও ক্লান্তভাব ( সিঙ্কোনা, ফস এসি)।
বেদনা-তীব্র; বিশেষতঃ বক্ষে, চাপে এমন কি সামান্যমাত্র চাপে বৃদ্ধি। পঞ্জরাস্থির মধ্যবর্তী স্থানে এবং বামপার্শ্বে শয়নে বেদনা; সামান্যমাত্র শীতে বেদনা উদ্রিক্ত হয়; খোলা বাতাসে অসহ্য বোধ হয়।
মস্তকে, বক্ষে, পাকস্থলীতে এবং সমগ্র উদরে একপ্রকার দূর্বলতা, নিমগ্নতা ও শূণ্যতার অনুভূতি।
উদাসীনতা, কথা বলিতে চায় না, ধীরে ধীরে প্রশ্নের উত্তর দেয়, অলসভাবে নড়াচড়া করে ( ফস এসি)।
জীবনে ক্লান্ত, বিষাদময় আশঙ্কায় পূর্ণ থাকে।
খুসকি, মস্তক হইতে গুড়িগুড়ি হইয়া পতিত হয় ( লাইকো), চুল খোপা খোপা হইয়া উঠিয়া যায়: স্থানে স্থানে টাক পড়ে।
চক্ষুদ্বয় কোটরাগত; নীলমন্ডল পরিবেষ্টিত; পাতা দুইটি ভারি ভারি, স্ফীত, শোধযুক্ত ( উপরপাতা-কেলি কার্ব; নীচের পাতা-এপিস)।
ঠান্ডা খাদ্য ও পানীয় চায়, রসাল ও স্নিগ্ধ জিনস চায়; আইসক্রিম চায়-উহাতে পাকাশয়িক বেদনা বৃদ্ধি হয়।
জল পাকাশয়ে গিয়া গরম হইয়া উঠিলেই বমিত হইয়া যায়।
আহার্য বস্তু উদ্গারের সহিত একমুখ করিয়া উঠিয়া আসে ( এলু)।
গরম জলে হাত রাখিলে বমি বমিভাব দেখা দেয়; জলে হাত রাখিলে হাঁচি ও সর্দি ( ল্যাক ডি)।
কোষ্ঠবদ্ধতা, মল সরু, লম্বা, শুষ্ক, আঠাল এবং কঠিন ( ষ্ট্যাফিস)।
অত্যন্ত কুন্থন সহ কষ্টে নির্গত হয় ( কষ্টি)।
উদরাময়, যে কোন কিছু সরলান্ত্রে প্রবেশ করে, অমনি প্রচুর, কল হইতে জল পড়ার ন্যায় জলবৎ মলত্যাগ হয়, উহার মধ্যে সাবুদানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে;মনে হয় যেন মলদ্বারটি ফাঁকা হইয়া আছে ( এপিস), অনৈচ্ছিক মল নিঃসরণ; কলেরার প্রাদুর্ভাবকালে উদরাময়( কলেরার পূর্ববর্তী উদরাম-ফস এসিড); বৃদ্ধ ব্যক্তিদের প্রাতঃকালীন উদরাময়।
রক্তস্রাব; পুনঃপুনঃ এবং প্রচুর; অবাধে নির্গত হইয়া থাকে এবং তারপর কিছুক্ষণ বিরত থাকে; অতি ঋতুস্রাব, ক্যান্সার রোগে রক্তস্রাব, মুখ দিয়া রক্ত উঠা, অনুকল্প রজঃস্রাব, নাসিকা, পাকস্থলী, মলদ্বার, মূত্রপথ হইতে রক্তস্রাব; রজঃরোধজনিত।
বক্ষস্থলে গুরুত্ববোধ, যেন উহার উপর একটি ভারি বোঝা চাপান আছে।
গর্ভাবস্থায় জলপান করিতে পারে না, উহা দেখিলেই বমনের উৎপত্তি হয়; স্নান করিবার সময় চক্ষু মুদ্রিত করিতে বাধ্য (লাইসিন)।
কথা বলিতে পারে না, স্বরযন্ত্র অত্যন্ত ব্যথাযুক্ত, শুষ্ক, হাজিয়া যাওয়ার মত, কর্কশ ও ক্ষততাযুক্ত।
কাশি; গরম হইতে ঠান্ডা হওয়ায় গেলে ( বিপরীত ব্রায়ো); হাসিলে, কথা বলিলে, পড়িলে, পান করিলে, আহার করিলে বৃদ্ধি; বামপার্শ্বে শয়নে বৃদ্ধি ( ড্রসেরা, ষ্ট্যানাম)।
ঘর্মে গন্ধ পাওয়া যায়।
বামদিকের নিম্ন চোয়ালের অস্থি-পচন।
সম্বন্ধ-অনুপূরক আর্সেনিক, উহা ফসফরাসের সমপ্রকৃতি ঔষধ; সেপা ফসফরাসের উদ্ভিজ্জ সমগুণ। কষ্টিকামের সহিত প্রতিকূল সম্বন্ধ, উহা ফসের পূর্বে বা পরে অবশ্যই ব্যবহার করা উচিত নহে।
ফসফরাস আইওডিন এবং অত্যন্ত লবণ ব্যবহারের কুফল দূর করে। ক্যল্ক কার্ব ও চায়নার পর ভাল খাটে।
হ্যানিম্যান বলিয়াছেন, “রোগী পুরাতন তরল মল অথবা উদরাময়ে ভুগিতে থাকিলে ইহা সমধিক উপকারী হইয়া থাকে।”
উপচয়-সন্ধ্যায়, মধ্যরাত্রির পূর্বে (পালস, রাস), বামপার্শ্বে শয়নে, বেদনাযুক্ত পার্শ্বে শয়নে, ঝড়-বজ্রের সময়, আবহাওয়ার গরম বা ঠান্ডা যে কোন রূপ পরিবর্তনে।
ঠান্ডা বাতাসে মস্তক ও মুখমন্ডলের লক্ষণগুলি উপশমিত হয় কিন্তু বক্ষদেশের, গলা ও ঘাড়ের লক্ষণগুলি বর্ধিত হয়।
উপশম-অন্ধকারে, দক্ষিণ পার্শ্বে শয়নে, ঘসিয়া দিলে, অথবা মেসমেরােইজ করিলে, ঠান্ডা খাদ্যে, ঠান্ডা জলে-যতক্ষণ পর্যন্ত না উহা গরম হইয়া উঠে।
[শক্তি-৩, ৬, ৩০, ২০০]
[ফসফরাস ( Phosphorus) [ ফসফরাস নামক মৌলিক পদার্থ ] Major indications of Phosphorus are general neurasthenia, conditions of the exhaustiveness following infectious disease, scrofulous diathesis, feverish bronchopneumonia or pneumonia, tuberculosis of the lungs, bronchitis, bronchial asthma, rachitis, osteomalacia, sudeck's atrophy, osteomyelitis, periostitis, hemorrhagic diathesis, myocarditis, stenocardia, hyperthyreosis, dental caries, gastritis, gastric ulcer, hepatitis, intestinal tuberculosis, neuralgias, neuritis, inflammatory and degenerative changes of the optic nerve, nephritis. work on central nervous system, bones, vascular nerves and capillaries, muscous membranes, Nearly all organs are affected in the context of fatty degeneration especially the heart and liver, kidneys and optic nerve, A great nervous over excitedness, fear, susceptibility to being scared or frightened, delirium fits, depressions, mental apathy, finally soporific state, Headaches after mental exertions]
কোন মন্তব্য নেই