Header Ads

ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস (Cactus Grandiflorus) [ Cactus - ক্যাক্টাস ]


ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস

[ এক জাতীয় সিরিয়াস ফুল যা রাত্রিতে ফোটে ]

রক্তপ্রধান হৃষ্টপুষ্ট ব্যক্তিদের রক্তসঞ্চয় (একোন), ইহার ফলে অনেক সময় রক্তস্রাব হয়; রক্তাধিক্যহেতু সন্ন্যাস (sanguineous apoplexy) রোগ।

মৃত্যুভয় - মনে করে তাহার রোগ অসাধ্য (disease incurable) (আর্স)।

নাসিকা, ফুসফুস, পাকস্থলী, সরলান্ত্র মুত্রথলী হইতে রক্তস্রাব (ক্রোটেন, মিলিফো, ফস)।

শিরঃপীড়া, মনে হয় যেন মাথার উপর (on vertex) একটি ভারি বোঝা (heavy weight) চাপান আছে ( প্রচাপনে উপশম-মিনিয়ন্থ); রজোনিবৃত্তির বয়সে শিরঃপীড়া (গ্লোন, ল্যাকে)।

শিরঃপীড়া ও স্নায়ুশূল(neuralgia), রক্তসঞ্চয়জনিত, নির্দিষ্টকালে ব্যবধানে, ডানদিকের, ভয়ানক দপদপকর(throbbing), স্পন্দনকর(pulsating) যন্ত্রণা।

মনে হয় যেন সমস্ত শরীর পিঞ্জরের মধ্যে আবদ্ধ রহিয়াছে; যেন পিঞ্জরের প্রতিটি তার তাহাকে ক্রমেই শক্ত করিয়া চাপিয়া ধরিতেছে। 

গলদেশ, বক্ষ, হৃৎপিন্ড, মুত্রস্থলী, সরলান্ত্র, জরায়ু, যোনিপ্রদেশের আকুঞ্চন, সামান্য স্পর্শে উহা অনুভূত হয় বা উহার উৎপত্তি হয়। 

বক্ষে ভারবোধ, মনে হয় যেন কোন গূরুভার বস্তু চাপান আছে, যেন একটি লোহার বেষ্টনি থাকায় স্বাভাবিক সঞ্চালনক্রিয়া বাধাগ্রস্ত হইতেছে। 

মনে হয় যেন একগাছি দড়ি দ্বারা বক্ষের নিম্নদেশ বাঁধা রহিয়াছে উহাতে মধ্যচ্ছদার সংযোগস্থল আকৃষ্ট হইতেছে। 

মনে হয় যেন হৃৎপিন্ড একখানি লোহার হাত দিয়া ঘনঘন চাপিয়া ধরিতেছে, এবং ছাড়িয়া দিতেছে; যেন হৃৎপিন্ড বাঁধা রহিয়াছে এবং সেইজন্য উহার 

“স্পন্দিত হইবার স্থানের অভাব হইতেছে।” 

শরীরের সর্বত্র বেদনা, বর্শাবিদ্ধবৎ, বিদ্যুৎতরঙ্গের ন্যায় উল্লফনশীল; সাঁড়াশি দ্বারা চাপিয়া ধরার ন্যায়; তীক্ষ্ন যন্ত্রণায় উহার পরিসমাপ্তি হইয়া পুনরায় ফিরিয়া আসে। 

শয়ন করিয়া থাকা কালে ঋতুস্রাব বন্ধ থাকে ( বোভিষ্টা, কষ্টি)। 

হৃৎস্পন্দন, দিবারাত্র, চলিবার সময় বৃদ্ধি, বামপার্শ্বে চাপিয়া শুইলে বৃদ্ধি (ল্যাকে); ঋতুস্রাব আসিবার সময় বৃদ্ধি। 

জ্বরের আক্রমণ বেলা ১১টায় ও রাত্রি ১১ টায় ঘুরয়া ঘুরিয়া আসে। 

সম্বন্ধ-তুলনীয়-একোন, ডিজি, জেলস, ক্যালমি, ল্যাকে, টেবেকাম। 

[ শক্তি- ৩, ৬, ৩০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.