ক্যান্থারাইডিস (Cantharidis) [ক্যান্থারিস, ক্যান্থার - Canth)
শরীরের সকল অংশের অনুভবাধিক্য।
নাসিকা, মুখগহ্বর, অন্ত্র, জননেন্দ্রিয় এবং মূত্রযন্ত্র হইতে রক্তস্রাব।
বেদনা- হাজিয়া যাওয়ার ন্যায়, ক্ষতবৎ, দেহের প্রতিটি অংশে, বাহ্যিক ও আভ্যন্তরিকভাবে জ্বালাকর, তৎসহ অত্যন্ত দূর্বলতা।
খাদ্য পানীয়, তামাক প্রভৃতি সবকিছুতেই বিতৃষ্ণা।
জলপানে এমন কি সামান্যমাত্র জলপানে মূত্রস্থলীর যাতনা বৃদ্ধি প্রাপ্ত হয়।
অবিরত মূত্রবেগ, কিন্তু একবার মাত্র কয়েক ফোঁটা রক্তমিশ্রিত মূত্র নির্গত হয় (আকষ্মৎ মূত্রবেগ ও মূত্রপথে অত্যন্ত কন্ডুয়ান-পেট্রোসিলি)।
মূত্রত্যাগের পূর্বে সময় ও পরে অসহ্য কুন্থন, মূত্রস্থলীতে তীব্র বেদনা।
মূত্রত্যাগের সময় মূত্রপথে জ্বালাকর, কর্তনবৎ বেদনা; প্রবল কুন্থন ও মূত্রকৃচ্ছতা।
মল- অন্ত্রের চাঁচানির ন্যায় সাদা অথবা ফ্যাকাসে বর্ণ, লাল, চটচটে শ্লেষ্মা, রক্তের ছিটাসহ নির্গত হয় (কার্ব এনি, কলচি)।
স্বপ্নদোষে রক্তাক্ত রেতস্খলন হয় (লিডাম, মার্ক, পেট্রোল)।
স্ত্রী-পুরুষ উভয়েরই সঙ্গমেচ্ছা বর্ধিত, উহাতে নিদ্রার ব্যাঘাত হয়, অত্যন্ত যন্ত্রণাসহ প্রবল লিঙ্গোচ্ছাস (পিক্রিক এসিড)।
বায়ুপথে আঠার ন্যায় শ্লেষ্মা জন্মে (বোভিষ্টা, কেলি বাই)। যদি মূত্রস্থলী লক্ষণ সদৃশ হয় তাহা হইলে ক্যান্থারিসকে চিন্তা করিতে হইবে।
চর্ম- ফোস্কাকার ইরিসিপ্লাস, সর্বাঙ্গে জলপূর্ণ ফোষ্কা, উহা বেদনাযুক্ত এবং পুঁজ জন্মে।
সূর্যের কিরণে উম্মুক্ত থাকাকালে অহিপূতন (সূর্যদগ্ধ)।
সর্বপ্রকার প্রদাহিক রোগে জ্বালাকর বেদনা এবং অসহ্য মূত্রবেগ ক্যান্থারিসের মূল লক্ষণ।
[শক্তি- ৩০, ২০০ ]
কোন মন্তব্য নেই