Calcarea Arsenica [ক্যাল্কেরিয়া আর্সেনিকা ] (আর্সেনাইট অফ লাইম) [ক্যাল্কে আর্স- Calc Ars ]
হোমিওপ্যাথিক ঔষধ ক্যাল্কেরিয়া আর্সেনিকা
[চুন এবং আর্সেনিক সংযোগে প্রস্তুত ঔষধ ]
মৃগীরোগের আক্রমণকালের পূর্বে মস্তকে রক্ত ধাবিত হয়; মৃগীরোগজ ‘সরসর’ অনুভূতি হৃদপিন্ডপ্রদেশে বুঝিতে পারা যায়; যেন কিছু উঠিয়া যাইতেছে। রজোনিবৃত্তিকালের নিকটবর্তী সময়ে মেদযুক্ত স্থূলকায় স্ত্রীলোকদিগের উপসর্গ। পুরাতন ম্যালেরিয়া। শিশুদের বৃদ্ধিপ্রাপ্ত যকৃত এবং প্লীহা। মূত্রগ্রন্থির প্রদাহ, তৎসহ মূত্রগ্রন্থি প্রদেশের অত্যধিক স্পর্শাধিক্য। মদ্যপেরা মদ্যপান হইতে বিরত হইলে তাহাদের উপসর্গাদি (কার্বন সালফ)। রজোনিবৃত্তিকালে স্থূলকায় স্ত্রীলোকদের সামান্য মানসিক আবেগে হৃদকম্পন। [লিথি কার্ব] ক্ষীণ হৃদপিন্ডসহ শ্বাসকৃচ্ছতা। শীতবোধ। এলবুমিনিউরিয়া। শোথ। প্লীহা এবং অন্ত্রস্থ গ্রন্থিনিচয়ের পীড়া। হিমোগ্লোবিন এবং রক্তের লাল কণাসমূহ পরিমাণে কম।
মন।- ক্রোধ এবং উদ্বেগ। সঙ্গলিপ্সা। বিভ্রান্তি, ভ্রান্তবিশ্বাস, চিত্তবিভ্রম, অত্যধিক অবসন্নতা।
মস্তক।- মস্তকে রক্তের তীব্রগতি, তৎসহ শিরোঘূর্ণন। মাথার বেদনা, বেদনাযুক্ত পার্শ্বের উপর ভর দিয়া শয়নে উপশম। সাপ্তাহিক শিরঃপীড়া। অসাড়তা উৎপাদক শিরঃপীড়া, অধিকাংশই কর্ণের চতুর্দিকে অনুভূত হয়।
পাকস্থলী।- পাকস্থলীপ্রদেশ স্ফীত। শিশুদের যকৃত এবং প্লীহার বিবৃদ্ধি। পাচনগ্রন্থি সংশ্লিষ্ট রোগ; ক্লোন ক্যান্সার দ্বারা আক্রান্ত হইলে তাহার জ্বালাকর বেদনা এই ঔষধ নিবারণ করে। লালা নিঃসরণসহ উদ্গার এবং হৃদপিন্ডের আঘাতসমূহ অনুুভূত হয়।
প্রস্রাবযন্ত্র।- মূত্রগ্রন্থি প্রদেশে প্রচাপন অসহনীয়। এলবুমিনিউরিয়া; প্রতি ঘন্টা অন্তর প্রস্রাব করে।
হৃদপিন্ড।- হৃদপিন্ড প্রদেশে বেদনা এবং সঙ্কোচন, শ্বাসরুদ্ধকর অনুভূতি, হৃদকম্পন, বুকের উপর ভারীবোধ এবং দপদপানি এবং পৃষ্ঠদেশে বেদনা যাহা বাহুগুলি পর্যন্ত প্রসারিত।
স্ত্রীজনেন্দ্রিয়।- দূর্গন্ধযুক্ত এবং রক্তমিশ্রিত প্রদর। জরায়ুর ক্যান্সার; এবং যোনিপথে জ্বালাকর বেদনা।
পৃষ্ঠদেশ।-ঘাড়ের নিকট বেদনা এবং আড়ষ্টভাব। তীব্র পৃষ্ঠবেদনা, দপদপানি, বেদনার তীব্রতায় রোগী শয্যাত্যাগ করে।
প্রত্যঙ্গাদি।-নিম্নাঙ্গের শিরাসমূহের অন্তর্গত প্রদাহজ পদার্থনিচয় বাহির করিয়া দেয়। নিম্নাঙ্গের ক্লান্তি এবং খঞ্জতা।
অবস্থান্তর সংঘটক।- সামান্য পরিশ্রমে বৃদ্ধি।
সম্বন্ধ- তুলনীয়- কোন, গ্লোন, লিথি কার্ব, পালস, নাক্স। রসপ্রধানধাতু, সোরাদোষদুষ্ট অথবা টিউবারকুলার ধাতু ব্যক্তিদের পীড়ায় কোনিয়ামের পর ভাল ক্রিয়া করে।
শক্তি।- [ ৩X, ৩০ ]
তথ্যসূত্র- মেটেরিয়া মেডিকা বাই উইলিয়াম বোরিক [এমডি]
কোন মন্তব্য নেই