ট্যারেক্সেকাম (Taraxacum) [ট্যারে - Tara ]
হোমিওপ্যাথিক ঔষধ ট্যারেক্সেকাম (Taraxacum) এর লক্ষণ উপকারিতা প্রয়োগ ও সম্পর্ক।।
[ড্যান্ডিলিয়ন নমক গাছড়া থেকে প্রস্তুতকৃত ]
পাকাশয়িক ও পৈক্তিক পীড়া, বিশেষতঃ পাকাশয়ের উপদাহজনিত শিরঃপীড়া।
জিহ্বা মানচিত্রের ন্যায় তালিতালি ( ল্যাকে, মার্ক, নেট্রাম মিউর);
জিহ্বা েএকটি সাদা পর্দা দ্বারা আবৃত, তৎসহ হাজিয়া যাওয়ার ন্যায় অনুভূতি। এই পর্দাটি তালিতালি হইয়া উঠিয়া আসে, নীচে, কালচে, লালবর্ণ, স্পর্শকাতর, অত্যন্ত অনুভূতিযুক্ত স্থানগুলি বাহির হইয়া পড়ে (র্যানান স্কেল)।
কামলা রোগ, তৎসহ যকৃত বর্ধিত ও কঠিন (জিহ্বা মানচিত্রের ন্যায়)।
দূর্বলতা ও ক্ষধালোপ, প্রভূত নিশাঘর্ম, বিশেষতঃ পৈত্তিক বা টােইফয়েড জ্বরের আরোগ্যম্মুখ অবস্থায়।
টাইফয়েড জ্বরে হস্ত-পদাদির অস্থিরতা ( রাস, জিঙ্ক)।
সম্বন্ধ-পাকাশয়িক ও পৈত্তিক রোগে তুলনীয়- ব্রায়ো, চেলিডো, হাইড্রাষ্ট, নাক্স।
উপচয়- প্রায় সব লক্ষণগুলিই বসিয়া থাকাকালে, শয়নে এবং বিশ্রামে উপস্থিত হয়।
বহুল ব্যবহৃত শক্তি সমূহ -
কোন মন্তব্য নেই