Header Ads

ডিজিটেলিস পার্পিউরা (Digitalis Purpurea) [ ডিজিটেলিস - Digita ]

হোমিওপ্যাথিক ঔষধ ডিজিটেলিস পার্পিউরা (Digitalis Purpurea) [ ডিজিটেলিস - Digita ] এর লক্ষণ ব্যবহার উপকারিতা উপশম বৃদ্ধি রিমেডি রিলেশন কিনোটস।।

হোমিওপ্যাথিক ঔষধ ডিজিটেলিস পার্পিউরা (Digitalis Purpurea) [ ডিজিটেলিস - Digita ] এর লক্ষণ ব্যবহার উপকারিতা উপশম বৃদ্ধি রিমেডি রিলেশন কিনোটস।। 

ভিন্ননামঃ ফক্স গ্লোভ নামক গাছড়া।।

রজোনিবৃত্তিকালে স্ত্রীলোকদিগের সহসা উত্তাপের আবেশ দেখা দিয়া, তারপর অতিশয় স্নায়বিক দূর্বলতা এবং অনিয়মিত, বিরামশীল নাড়ী; সামান্যমাত্র সঞ্চালনে বৃদ্ধি।

হৃৎকপাটিকার কোন পীড়া ব্যতীত হৃৎপিন্ডের দূর্বলতা। 

অনুভূতি- যদি সে নড়াচড়া করে তাহা হইলেই যেন হৃৎস্পন্দন বন্ধ হইয়া যাইবে। (কোকেন- রোগীর ভয় হয় যদি সে অবিরত নড়াচড়ার উপর না থাকে তাহা হইলে হৃৎক্রিয়া বন্ধ হইয়া যাইবে-জেলস)

পাকাশয়ে শূণ্যতা ও নিমগ্নতাবোধ, দূর্বলতা, অত্যন্ত অবসন্নতা, মনে ভাবে সে যেন মরিতে চলিয়াছে। 

রাত্রিকালীন স্বপ্নদোষ; তৎসহ সঙ্গমের পর জননাঙ্গের অতিশয় দূর্বলতা। 

বক্ষস্থলে অত্যন্ত দূর্বলতা, কথা বলিতেও কষ্টবোধ করে ( ষ্ট্যানাম)। 

মল-অত্যন্ত হালকা বর্ণের, ছাই বর্ণ, বিলম্বে নির্গত হয়, চাখড়ির বর্ণ (চেলিডো, পডো), প্রায় সাদা (ক্যাল্ক, সিঙ্কোনা), সছিদ্র পাইপের ন্যায়, অসাড়ে নির্গত। 

নাড়ী পূর্ণ, অনিয়মিত, অত্যন্ত ধীর ও দূর্বল, প্রতি তৃতীয়, পঞ্চম ও সপ্তম স্পন্দন বাদ পড়িয়া যায়। 

মুখমন্ডল বিবর্ণ, মৃতের ন্যায় মুখাকৃতি এবং নীলভ লালবর্ণ গাত্রচর্ম

চক্ষের পাতা ওষ্ঠ, জিহ্বা নীলবর্ণ, নীলরোগ। 

চক্ষুর পাতা, কর্ণ, ওষ্ঠদ্বয় এবং জিহ্বার শিরাগুলি স্ফীত।  

শ্বাসক্রিয়া অনিয়মিত, কষ্টকৃত, গভীর দীর্ঘশ্বাসযুক্ত। 

হাতের আঙ্গুলগুলিতে সহজে ও অনায়াসে ঝিনঝিনি লাগে। 

শোথ-আরক্ত-জ্বরের পরবর্তী, অন্ডলালা মূত্ররোগে, মূত্রাবরোধ জনিত; শরীরের বহির্ভাগ ও অভ্যন্তরভাগের শোথ, তৎসহ মুর্ছাভাব ও হৃৎপিন্ডের যান্ত্রিক বিকার থাকিলে উপযোগী (জরায়ুস্থানে টাটানি ব্যথা থাকিলে-কনভেলেরিয়া)। 

বিছানা হইতে উঠাইয়া সোজা করিয়া বসাইলে হৃৎপিন্ডের সাংঘাতিক অবসন্নতা দেখা দিতে পারে। 

সম্বন্ধ (Relation)-ডিজিটেলিসের মুখ্য ক্রিয়া সিঙ্কোনা দ্বারা প্রতিরুদ্ধ হয় এবং উৎকন্ঠা বাড়িয়া উঠে। 

উপচয় (Aggravation)-বসিয়া থাকাকালে বিশেষতঃ সোজা হইয়া বসিয়া থাকার সময়, এবং সঞ্চালনে। 

শক্তি-

Digitalis 3X

Digitalis 6

Digitalis 30 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.