Theridion Curassavicum (থেরিডিয়ন কুরাসাভিকাম ) [ Theri C. থেরিডি ]
হোমিওপ্যাথিক ঔষধ থেরিডিয়ন কুরাসাভিকাম (Theridion Curassavicum) এর সংক্ষিপ্ত লক্ষণ পরিচয় ব্যবহার ও ঔষধ সম্পর্ক।
[অরেঞ্জ স্পাইডার নামক মাকড়সা থেকে প্রস্তুতকৃত হোমিওপ্যাথিক ঔষধ]
মনে হয় সব সময় যেন দ্রুত চলিতেছে। (মনে হয় যেন ধীরে ধীরে চলিতেছে- আর্জ নাই, ক্যানা ইন্ডি, নাক্স মস্ক)।
শিরোঘূর্ণন চক্ষু মুুদ্রত করিলে ( ল্যাকে, থুজা, চক্ষু খুলিলে-ট্যাবেকাম; উপরের দিকে চাহিলে - পালস, সাইলি)। যে কোন প্রকার এমন কি সামান্যমাত্র গোলযোগে; কর্ণসংক্রান্ত অথবা কর্ণশঙ্কুলি সংক্রান্ত রোগ জন্য ( Meniere's Disease) ।
বমি বমিভাব, সামান্য নড়াচড়ায় এবং বিশেষভাবে চক্ষু মুুদ্রত করিলে; গাড়ীতে দ্রুত বেগে চলিলে।
শিরঃপীড়া-নড়িতে আরম্ভ করিলে, মনে হয় যেন চক্ষুর পশ্চাতে েএকপ্রকার ভারী বস্তুর অপ্রবল চাপ পড়িতেছে, মস্তিস্কের গভীর প্রদেশে তীব্র চাপবোধ; শয়নে বৃদ্ধি ( ল্যাকে); কোন ব্যক্তি মেঝের উপর দিয়া হাঁটিয়া বেড়াইলে অথবা মাথা সামান্য নড়াইলে অত্যন্ত বৃদ্ধি।
মনে হয় যেন প্রতিটি শব্দ শরীরাভ্যন্তরে বিদ্ধ হইতেছে এবং তাহাতে বিবমিষা ও শিরোঘূর্ণন উৎপন্ন হইতেছে।
নাসিকার পুরাতন সর্দি, স্রাব ঘন, হরিদ্রাবর্ণ, সবুজাভ, দুর্গন্ধ ( পালস, থুজা)।
দন্তশূল- প্রতিটি তীব্র শব্দ যেন দাঁতের অভন্তরে প্রবেশ করে।
স্নায়বিক স্ত্রীলোকদিগের সমূদ্রপীড়া, তাহারা জাহাজের দোলন হইতে মুক্তি পাইবার জন্য চক্ষু মুদ্রিত করিয়া রাখে এবং সংঘাতিক বিবমিষায় আক্রান্ত হয়।
বাম বক্ষের ঊর্ধ্বাংশের স্কন্ধাস্থির নিম্নে তীব্র সূচীবিদ্ধবৎ বেদনা, বেদনা গ্রীবাদেশ পর্যন্ত বিস্তৃত হয় (এপিস, মার্টস, পিক্স লিকুই, সালফ)।
সর্বাঙ্গে ভাঙ্গিয়া যাওয়ার ন্যায় অস্থিবেদনা।
মেরুদন্ডের কশেরুকাগুলির সংযোগস্থলে অত্যন্ত স্পর্শকাতরতা, মেরুদন্ডে চাপ লাগা নিবারণ করিবার জন্য চেয়ারে পাশ ফিরিয়া বসে ( চিনি সালফ); সামান্য গোলমালে এবং ঘরের মেঝেতে কেহ হাঁটিবার শব্দ হইলে বৃদ্ধি।
যৌবনোদ্গমকালে, গর্ভকালে, অথবা রজোনিবৃত্তিকালের বয়সে অতশয় স্নায়বিক স্পর্শকাতরতার জন্য ব্যবহার্য ঔষধ।
“বালাস্থিবিকৃতি, অস্থিক্ষত, অস্থিপচন রোগে এই ঔষধটি পীড়ার মূলদেশ পর্যন্ত প্রবেশ করে এবং রোগের কারণটিকে ধ্বংস করে”- ডাঃ বেরুচ।
রক্তস্রাবী যক্ষ্মারোগে, রোগের প্রাথমিক অবস্থায় প্রদত্ত হইলে ইহা সময়ে সময়ে আরোগ্য বিধান করে।
গন্ডমালঅ রোগে সুনির্বাচিত ঔষধ উপকার না হইলে ব্যবহার্য।
সম্বন্ধ- ক্যাল্ক কার্ব ও লাইকোর পর ভাল কাজ করে।
শক্তি-
Theridion Curassavicum 30
Theridion Curassavicum 200
কোন মন্তব্য নেই