Header Ads

কার্ডুয়াস মেরিয়েনাস ( Carduus Marianus ) [ সেন্টমেরিস্ থিসল্ ]

কার্ডুয়াস মেরিয়েনাস ( Carduus Marianus ) [ সেন্টমেরিস্ থিসল্ ]

কার্ডুয়াস মেরিয়েনাস ( Carduus Marianus ) [ সেন্টমেরিস্ থিসল্ ]

এই ঔষধের ক্রিয়া যকৃৎ এবং যকৃৎ ধমনীমন্ডলের উপর কেন্দ্রীভুত; তৎফলে স্পর্শাধিক্য, বেদনা এবং ন্যাবার সৃষ্টি হয়। রক্তবহা নাড়ীমন্ডলের উপর ইহার বিশিষ্ট সম্বন্ধ রহিয়াছে। সুরাসার ঘটিত পানীয়, বিশেষতঃ বিয়ার অত্যধিক পরিমাণে পান করিবার কুফল। শিরাস্ফীতি এবং ক্ষত। খনির শ্রমিকদের রোগ তৎসহ হাঁপানি। যকৃৎ রোগের উপর ভিত্তি করিয়া বর্তমান শোধযুক্ত অবস্থানিচয়। শোথযুক্ত অবস্থা সমূহ যখন বস্তিকোটরে রক্তসঞ্চয় এবং যকৃঃ সংক্রান্ত রোগ হইতে উদ্ভুত হয়। শরীরে চিনির পরিণতি সংক্রান্ত ক্রিয়ানিচয়কে বিপর্যস্ত করে। যকৃৎ আক্রান্ত হইবার পর ইনফ্লুয়েঞ্জা। দূর্বলতা। বিশেষতঃ যকৃৎ রোগের সহিত সংশ্লিষ্ট হইয়া যদি রক্ত স্রাব ঘটে। 

মন- বিষন্নতা; বিস্মৃতিশীল, উদাসীন। 

মস্তক- চক্ষুর ভ্রুযুগলের উপর সঙ্কোচন অনুভূতি। নিস্তেজ, ভারী, হতভম্ব, তৎসহ খারাপ জিহ্বা। শিরোঘূর্ণন, তৎসহ সম্মুখে পড়িয়া যাইবে এইরূপ প্রবণতা। চক্ষের মধ্যে চাপবোধ এবং জ্বলন। নাসিকা হইতে রক্তস্রাব। 

পাকস্থলী- স্বাদ তিক্ত। লবণাক্ত মাংস খাইতে বিরক্তি। ক্ষধা সামান্য। জিহ্বার উপর পালকের অনুরূপ সাদা সাদা দাগ; বমনেচ্ছা; বমনোদ্রেক; সবুজ রঙের অম্লযুক্ত তরল পদার্থ বমি হইয়া উঠিয়া যায়। প্লীহার সমীপে, উদরের বাম ভাগে সূচীভেদবৎ বেদনা। [সিয়েনোথাস] পিত্তপাথরী, তৎসহ যকৃতের বিবৃদ্ধি।


তলপেট- যকৃৎ প্রদেশে বেদনা। যকৃতের বাম দিকের কর্ণ অত্যন্ত স্পর্শাধিক্য বিশিষ্ট। পরিপূর্ণ অনুভূতি এবং টাটানি, তৎসহ গাত্রত্বক আর্দ্র। কোষ্ঠকাঠিন্য; মল শক্ত, কষ্টে বাহির হয়, গাঁইটযুক্ত; পর্যায়ক্রমে উদরাময় দেখা দেয়। মল উজ্জ্বল হরিদ্রবর্ণ। পিত্তকোষ স্ফীত, তৎসহ বেদনা এবং স্পর্শাধিক্য। যকৃতে রক্তাধিক্য, তৎসহ ন্যাবা। যকৃতের বিশুষ্ক অবস্থা, তৎসহ শোথ। 

সরলান্ত্র- রক্তস্রাবী অর্শ, সরলান্ত্রের নির্গমন, মলদ্বার এবং সরলান্ত্রে জ্বলন, শক্ত গঁইটযুক্ত এবং কর্দমের ন্যায় মল। সরলান্ত্রে ক্যান্সার হেতু প্রচুর মলযুক্ত উদরাময়; [দশ ফোঁটায় এক ডোজ। ( ডাঃ ওয়াপ্লার)]

প্রস্রাব- ঘোলাটে; সোনালী রঙ বিশিষ্ট। 

বক্ষঃস্থল- দক্ষিণদিকের নিম্নভাগের পঞ্জরগুলিতে সূচীভেদবৎ বেদনা; নড়াচড়ায় এবং ভ্রমণে বৃদ্ধি। হাঁপানির ন্যায় শ্বাসপ্রশ্বাস। বক্ষঃস্থলে বেদনা, ইহা স্কন্ধ, পৃষ্ঠ, কটিদেশ এবং তলপেট পর্যন্ত বিস্তৃত, তৎসহ প্রস্রাবের বেগ। 

চর্ম-রাত্রে শয়নকালে চুলকানি। শিরার স্ফীতাবস্থা হেতু চর্মের পরিপুষ্টির অভাবে পুরাতন ক্ষত। [ক্লিমেটিস ভিটালবা] বুকের অস্থির নিম্নদেশে উদ্ভেদ। 

প্রত্যাঙ্গাদি- কটিদেশীয় সন্ধিতে বেদনা, যাহা নিতম্ভ হইয়া ঊরুদেশ পর্যন্ত বিস্তৃত হয়; নিম্নদেকে ঝুকলে বৃদ্ধি। উঠিতে কষ্ট। পায়ে দূর্বলতা অনুভূত হয়, বিশেষতঃ বসিবার পর। 

সম্বন্ধ- তুলনীয়ঃ কার্ডুয়াস বেনডিক্টাস (চক্ষুর উপর ইহার ক্রিয়া প্রবল, শরীরের বিভিন্ন স্থানে সঙ্কোচনের অনুভূতি; পাকাশয়ের লক্ষণগুলি একই প্রকারের); চেলিডোনিয়াম; সিয়োন্যান্থেস; মার্ক সল; পডো; ব্রায়ো; এলো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.