Header Ads

ফাইটোলেক্কা (Phytolacca) [ পোক গাছের শিকড় ]

 ফাইটোলেক্কা (Phytolacca) [ পোক গাছের শিকড় ]  

ফাইটোলেক্কা (Phytolacca) [ পোক গাছের শিকড় ]
ফাইটোলেক্কা (Phytolacca) [ পোক গাছের শিকড় ] 
রোগী বাতপ্রধান ধাতু; পেশীতন্তু এবং অস্থিবেষ্ট তন্তুর বাত, পারদ অথবা সিফিলিসঘটিত বাত। 
শীর্ণতা, মৃৎপান্ডু রোগ, দেহের চর্বিজাতীয় পদার্থের ক্ষয়। 
অত্যন্ত ক্লান্তভাব এবং গভীর অবসন্নতা। 

এই ঔষধটি ব্রায়োনিয়া ও রাস টক্সের মধ্যবর্তী স্থান গ্রহণ করে; ঐ দুইটি ঔষধ সুনির্দিষ্ট হইয়াও ব্যর্থ হইলে ইহা দ্বারা উপকার হয়। ডিপথেরিয়া, গণোরিয়া, পারদবিষাক্ততা এবং সিফিলিসের পরবর্তী বাত ও স্নায়ুশূল। 

বেদনা, বিদ্যুৎ আঘাতের ন্যায় দ্রুত ধাবিত হয়। তীব্রবিদ্ধবৎ, বর্শাবিদ্ধবৎ, (দ্রুতসঞ্চরণশীল; ল্যাক ক্যানি, পালস), সঞ্চালনে ও রাত্রিকালে বৃদ্ধি। 

জীবণের প্রতি সম্পূর্ণ উদাসীনতা, রোগিনী মনে করে সে নিশ্চিত মরিবে। 
শিরোঘূর্ণন, শয্যা হইতে উঠিবার সময় মুর্ছাভাব (ব্রায়ো)। 


তীব্র শিরঃপীড়া ও পৃষ্ঠবেদনা; সর্বাঙ্গে খঞ্জতা, ক্ষততা এবং থেৎলাইয়া যাওয়ার ন্যায় বেদনা; সর্বদা নড়াচড়া করিতে চায়, কিন্তু উহাতে বেদনার বৃদ্ধি (ল্যাক ক্যানি, মার্ক; নড়াচড়ার উপশম-রাস)। 

দন্তোদ্গমকালে শিশুর দাঁত ও মাড়ি দিয়া কামড়াইবার অদম্য স্পৃহা (পডো)। 

গলক্ষত, ইহার বর্ণ কালচে লাল, আলজিভ বৃহৎ, শোথযুক্ত, এবং অনেকটা স্বচ্ছ (কেলি বাই, রাস)। 

ডিপথেরিয়া; গিলতে গেলে বেদনা, গলা হইতে তীব্রবৎ কর্ণমধ্যে ধাবিত হয়; গিলিতে গেলে জিহ্বার গোড়ায় তীব্র বেদনা; জ্বালা যেন স্থানটি জ্বলন্ত কয়লা বা উত্তাপে লালবর্ণ লোহদ্বারা স্পৃষ্ট হইতেছে; শূষ্কতা; গিলিতে কষ্ট, তৎসহ হস্তদ্বয়ের কম্পন, গলার মধ্যে যেন একটা পিন্ড রহিয়াছে, এরূপ অনুভূতির জন্য অবিরত গলাধঃকণের ইচ্ছা; টনসিল, আলজিভ এবং গলার পশ্চাৎ অংশ ছাইবর্ণ ঝিল্লীদ্বারা আবৃত; গরম তরল পদার্থ পান করিতে পারে না ( ল্যাকে)। 

ডিপথেরিয়া অথবা আরক্ত জ্বরের কর্ণমূল ও চোয়ালের নিম্নস্থ গ্রন্থিগুলি শক্ত হইয়া থাকে। 

স্তন শক্ত; বেদনাযুক্ত-ছোট ছোট গুটিকার পূর্ণ। 

স্তনে দ্রুত ঠুনকা জন্মানর প্রবণতা; স্তন পূর্ণ, পাথরের মত শক্ত এবং বেদনাযুক্ত হইয়া উঠে; বিশেষতঃ যখন মনে হয় যে পুঁজোৎপত্তি অনিবার্য হইয়া উঠিয়াছে, যখন শিশুকে স্তন্য দেওয়া কালীন বেদনা স্তনবৃন্ত হইতে সমস্ত দেহে ধাবিত হইতে থাকে ( বেদনা পৃষ্ঠের দিকে ধাবিত হয়-ক্রোটন টিগ; জরায়ুর দিকে ধাবিত হয়- পালস, সাইলি)। 

স্তনের ফোড়া; নালীক্ষত, উম্মুক্ত; ক্ষতের মুখটি হাঁ হইয়া থাকে, পুঁজ রক্তাক্ত, কলতানির ন্যায়, দুর্গন্ধ এবং অস্বাস্থাকর। 
স্তনের স্ফীতি, আরাম হয় না আবার পাকিয়াও উঠে না, উহা বেগুনিবর্ণ এবং পুরাতন পনিরের ন্যায় শক্ত হইয়া থাকে ( ব্রয়ো, ল্যাক ক্যানি, ফেলেন্ড্রি)। 

স্তনবৃন্ত স্পর্শকাতর, ক্ষততাযুক্ত ও ফাটাফাটা ( গ্র্যাফাই), স্তন্যদানকালে বেদনা অত্যন্ত বাড়িয়া উঠে, বেদনা সারাদেহে ছড়াইয়া পড়ে।

এই ঔষধটি দ্রুত পুঁজোৎপত্তি করে ( হিপার, ল্যাকে, মার্ক, সাইলি)। 

উপচয়-বৃষ্টির সময়, আদ্র ঠান্ডা আবহাওয়ায় উম্মুক্ত থাকিলে। ইহার সমগুণ কেলি আয়ড।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.