Header Ads

লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম (Lycopodium Clavatum) [ ক্লাব মস নামক পাহাড়ী শৈবাল]

লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম (Lycopodium Clavatum) [ ক্লাব মস নামক পাহাড়ী শৈবাল]  

লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম (Lycopodium Clavatum) [ ক্লাব মস নামক পাহাড়ী শৈবাল]
লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম (Lycopodium Clavatum) 
যে সকল ব্যক্তির বুদ্ধি তীক্ষ্ন কিন্তু দেহ দূর্বল, দেহের উপর অংশে শীর্ণতাপ্রাপ্ত কিন্তু নীচের অংশ কতকটা শোথগ্রস্তের ন্যায়; যাহাদের ফুসফুস ও যকৃৎ রোগ জন্মানর প্রবণতা থাকে ( ক্যাল্ক কার্ব, ফস, সালফ); বিশেষতঃ জীবনের উভয় প্রান্তে অর্থাৎ শিশু ও বৃদ্ধদিগের পক্ষে উপযোগী। 

গভীরমূল, ক্রমবর্ধশীল, পুরাতন রোগসমূহ। 

বেদনা; চাপনবৎ বেদনা, টানিয়া ধরার ন্যায় বেদনা, দক্ষিণপার্শ্বিক, বৃদ্ধি-অপরাহ্ন ৪টা হইতে ৮টা পর্যন্ত। 

শরীরের দক্ষিণ পার্শ্ব আক্রমণ করে, অথবা বেদনা দক্ষিণ দিক হতে বাম পার্শ্বে প্রসারিত হয়; গলমধ্য, বক্ষ, উদর, যকৃৎ, ডিম্বকোষের পীড়া। 

শিশু দুর্বল, শীণতাপ্রাপ্ত, মাথাটি সুন্দরভাবে পুষ্ট কিন্তু দেহ ক্ষুদ্র ও রুগ্ন। 

শিশু সারাদিন কাঁদে, সারারাত্রি ঘুমায় ( জ্যালাপা ও সোরিনামের বিপরীত)। 

ভয়, ক্রোধ অপমান অথবা সঞ্চিত অসন্তোষজনক বিরক্তি হইতে রোগ ( ষ্ট্যাফিস)। 

রোগী ধনলিপ্সু, লোভী, কৃপণ, হিংসুক, ভীরু। 

উত্তেজনাপ্রবণ, নিদ্রাভঙ্গের পর খিটখিটে ও ক্রুদ্ধ হইয়া উঠে; কুৎসিত হইয়া উঠে, লাথি ছোঁড়ে, চিৎকার করে; সহজেই ক্রুদ্ধ হয়, বিরোধিতা বা প্রতিবাদ সহ্য করিতে পারে না; ঝগড়া বাধায়, আত্মহারা হইয়া পড়ে। 

সারাদিন কাঁদে, নিকেকে শান্ত রাখিতে পারে না; অত্যন্ত অনুভূতি প্রবণ, এমনকি ধন্যবাদ দিলেও কাঁদে। 

ভয়, লোকসঙ্গের, ভয় নির্জনতার, রোগী ক্রোধপ্রবণ এবং বিষাদ ভাবযুক্ত; একাকী থাকার ভয় ( বিসমাথ, কেলি কার্ব, লিলি)। 

মুখশ্রী ফেকাশে, মলিন, অসুস্থ, পিঙ্গলবর্ণ, তৎসহ গভীর কুঞ্চিত রেখাযুক্ত; বয়স অনুপাতে তাহাকে বৃদ্ধ দেখায়; নাসাপক্ষদ্বয় পাখার ন্যায় উঠাপড়া করে ( এন্টিম টার্ট)। 

সর্দি- শুষ্ক রাত্রে নাক বুজিয়া যায়, মুখ দিয়া নিঃশ্বাস লইতে হয় (এমন কার্ব, নাক্স, স্যাম্বু), নাক সাঁটিয়া ধরে; শিশু নাক ডলিতে ডলিতে ঘুম হইতে চমকাইয়া জাগিয়া উঠে; নাসামূল এবং সম্বুখ-রন্ধ্রের সর্দি, নাকে চটা ও আঠার মত মামড়ি জমে ( কেলি বাই, মেরাম ভেরাম)। 

ডিপথেরিয়া; গলমধ্য বাদামী আভাযুক্ত লালবর্ণ, কৃত্রিম ঝিল্লী দক্ষিণ টনসিল হইতে বাম টনসিলে প্রসারিত হয় অথবা নাসিকা হইতে নিম্নদিকে দক্ষিন টনসিলে প্রসারিত হয়; নিদ্রার পর বৃদ্ধি এবং ঠান্ডা পানীয়ে বৃদ্ধি ( গরম পানীয়ে বৃদ্ধি-ল্যাকে)। 

সিবকিছুই টক লাগে, টক উদ্গার, বুকজ্বালা, মুখ দিয়া জল উঠা, টক বমন ( জ্বরের শীত ও উত্তাপের মধ্যবর্তী কালে)। 

রাক্ষুসে ক্ষুধা, রোগী যত পায়, ততই খাইতে চায়, না খাইলে তাহার মাথা ধরে। 

পাকাশয়িক রোগ; অত্যন্ত বায়ু জমা, অবিরত পেট ভরিয়া থাকার অনুভূতি; বেশ ক্ষুধা পায় কিন্তু কয়েক গ্রাস খাইলেই আকন্ঠপূর্ণতা অনুভব করে এবং পেট স্ফীত বোধ হয়; উদরের মধ্যে ভুটভাট করে, তৎসহ বিশেষতঃ নিম্ন উদরে উচ্চ গড়গড় ও কোঁকোঁ শব্দ হয় ( উদরের উপর অংশে ঐরূপ শব্দ-কার্বভেজ; সমগ্র উদরে-সিঙ্কোনা), উদ্গারে পূর্ণতার উপশম হয় না (সিঙ্কোনা)। 

কোষ্ঠবদ্ধতা; স্ত্রীলোকদিগের আদ্য ঋতু হইতে;শেষ সন্তান প্রসবের পর হইতে, বাড়ী হইতে অন্যত্র গেলে, শিশুদিগের, তৎসহ নিষ্ফল মলবেগ, সরলান্ত্র সঙ্কুচিত হয়, মলত্যাগকালে বহির্নির্গত হয়, ক্রমে অর্শরোগের সৃষ্টি হয়। 

মূত্রে, শিশুর কাঁথায় লাল বালুকণার ন্যায় তলানি পড়ে (ফস), শিশু মূত্রত্যাগের পূর্বে কাঁদিয়া উঠে ( বোরাক্স); পৃষ্ঠে বেদনা, মূত্র-ত্যাগে উহার উপশম হয়, দক্ষিণ বৃক্কক শূল বাম পার্শ্বের-বার্বোরিস)। 
ধ্বজভঙ্গ-যুবকদিগের হস্তমৈথুন, অতিরিক্ত ইন্দ্রিয়সেবাজনিত, লিঙ্গ ক্ষুদ্র, শিথিল ও ঠান্ডা; বৃদ্ধদিগেরে ধ্বজভঙ্গ, প্রবল সঙ্গমলিপ্সা কিন্তু লিঙ্গোদ্রেক অসম্পূর্ণ, সঙ্গমকালেই নিদ্রিত হইয়া পড়ে, অতি শীঘ্র শুক্রপাত। 

যোনিপথের শুষ্কতা; সঙ্গমকালে ও পরে উহার মধ্যে জ্বালা ( লাইসিন) জরায়ুস্ফীতি। 

প্রত্যেকবার মলত্যাগকালে জননেন্দ্রিয় হইতে রক্তস্রাব। 

মনে হয় যেন ভ্রুণ উদরমধ্যে ডিগবাজি খাইতেছে। 

অন্ত্রবৃদ্ধি, দক্ষিণপার্শ্বের; এই ঔষধ বহু রোগীকে বিশেষতঃ শিশু রোগীকে আরোগ্য করিয়াছে।

অবহেলিত ও কুচিকিৎসিত নিউমোনিয়া; বিশেষভাবে যদি দক্ষিণ ফুসফুসের নিম্নভাগ আক্রান্ত হয়; আশোষণ ও শ্লেষ্মার উৎক্ষেপ দ্রততর করে। 

কাশি গভীর, শূণ্যগর্ভ, এমনকি প্রচুর শ্লেষ্মা উঠিলেও রোগী সামান্যই উপশম পায়। 

এক পা গরম এবং অপর পা ঠান্ডা ( সিঙ্কোনা, ডিজি, ইপি)। 

রাত্রিকালে নিদ্রা হইতে ক্ষুধিত হইয়া জাগিয়া উঠে ( সিনা, সোরিন)। 

সম্বন্ধ-অনুপূরক-আয়োডিন। 

পেঁয়াজ, রুটি, মদ্যজাতীয় পানীয়, তামাকের ধূমপান, তামাক চর্বনের কুফল দূর করে ( আর্স)। 
ক্যাল্ক কার্ব, কার্ব ভেজ, ল্যাকে ও সালফারের পর ভাল খাটে।

পরিষ্কারভাবে না মিলিলে কোন পুরাতন পীড়ার চিকিৎসায় লাইকোপোডিয়াম দ্বারা আরম্ভ করা উচিত নহে; প্রারম্ভে অন্য কোন সোরা দোষনাশক ঔষধ দেওয়া উচিত। 

লাইকো গভীরমূল, দীর্ঘক্রিয় ঔষধ এবং উপকার আরম্ভ হইলে পুনঃপ্রয়োগ কদাচিৎ প্রয়োজন হয়। 

উপচয়- প্রায় সব রোগেই বেলা ৪ টা হইতে রাত্রি ৮ টা পর্যন্ত ( হেলিবো; বৈকাল ৪ টা হইতে রাত্রি ৯ টা পর্যন্ত-কলোসিন্থ, ম্যাগ ফস)। 

উপশম-উষ্ণ খাদ্য ও পানীয়ে, মস্তক অনাবৃত রাখিলে, পোষাক ঢিলা করিয়া পরিলে। 

[শক্তি-৩০,, ২০০ ও তদূর্ধ্ব]

[লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম (Lycopodium Clavatum) [ ক্লাব মস নামক পাহাড়ী শৈবাল]  গ্যাসের সমস্যা, ভয়, বিষন্নতা, ধ্বজভঙ্গ, অসম্পূর্ণ লিঙ্গোদ্রেক, যোনিপথের শুষ্কতা, অল্প খেলে পেট ভরে যাওয়া রোগ লক্ষণে ব্যবহৃত হোমিও ঔষধ। Best homeopathic remedy for chronic hepatopathia, uric acid diathesis, complaints involving gallstones and kidney stones. venous stasis in the area of the leg. Ulcus cruris with liver conditions. Lymphatic, Gout and other chronic rheumatic conditions. Constipation and meteorism in the liver conditions, chronic throat  catarrh and tonsillitis. Effective on liver central nervous system, tonsils, layngeal and pharyngeal areas, gastrointestinal tract.] [সদৃশ্য লক্ষণ থাকা জরুরী

৪টি মন্তব্য:

  1. আসসালামু আলাইকুম
    আমি হোমিওপ্যাথির একজন ছাত্র। চমৎকার উপস্থাপনা করিয়াছেন। মেটেরিয়া মেডিকার সম্পর্কে চমৎকার উপস্থাপনা।

    দারুন উপকৃত হইয়াছি ।

    হোমিও রেপার্টরি সহজ ভাবে বুঝার কোন মাধ্যম থাকলে জানাবেন, প্লিজ।।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমার এ ক্ষুদ্র প্রচেষ্টায় আপনি উপকৃত হয়েছেন যেনে খুশি হলাম।

      মুছুন
  2. You know your projects stand out of the herd. There is something special about them. It seems to me all of them are really brilliant! 春藥

    উত্তরমুছুন
  3. ফিস্টুলা কি আরোগ্য লাভ করে?

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.