কলচিকাম অটামনেল (Colchicum Atumnale) [ বুনো জাফরান ]
কলচিকাম অটামনেল (Colchicum Atumnale) [বুনো জাফরান]
কলচিকাম অটামনেল (Colchicum Atumnale) [ বুনো জাফরান ] |
বাত ও গেঁটে বাত ধাতুর পক্ষে উপযোগী; যে সকল লোক হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ গঠন তাহাদের পক্ষে এবং বৃদ্ধদিগের পীড়ার পক্ষে উপযোগী।
আলোক, গোলমাল, উগ্রগন্ধ, স্পর্শ , কাহারও কুৎসিত ব্যবহার প্রভৃতি বাহ্যিক কারণে রোগী আত্মহারা হইয়া উঠে ( নাক্স), তাহার যন্ত্রণা অসহ্য বোধ হয়।
শোক অথবা অন্যের কুকর্মের ফলে পীড়া ( ষ্ট্যাফিস)।
যন্ত্রণা, টানিয়া ধরার মত, ছিন্নকর, চাপনবৎ; গরমকালে মৃদু অথবা অগভীর; কিন্তু যখন আবহাওয়া শীতল হয় তখন উহা অস্থি ও গভীর চিসুসমূহকে আক্রমণ করে; যন্ত্রণা বামদিক হইতে দক্ষিণদিকে প্রসারিত হয় (ল্যাক)।
ঘ্রাণশক্তি, অত্যন্ত তীঘ্ন, খাদ্যবস্তু রন্ধনের গন্ধে বিবমিষা ও মুর্ছা ভাব দেখা দেয়, বিশেষতঃ যদি মাছ, ডিম অথবা চর্বিযুক্ত মাংস রান্না হইতে থাকে ( আর্স, সিপিয়া); রাত্রিজাগরণের কুফল (কক্কিউ)।
খদ্যে অপ্রবৃত্তি, খাদ্যবস্তু দেখিলে অথবা বিশেষভাবে উহার গন্ধে বিতৃষ্ণা জন্মে।
উদর অত্যন্ত বায়ুস্ফীত থাকে, মনে হয় যেন উহা ফাটিয়া যাইবে।
পাকস্থলী ও উদরে জ্বালা অথবা বরফের ন্যায় শিতলতা।
শরৎকালীন আমাশয়; অন্ত্র ইহতে যে স্রাব নির্গত হয় তাহাতে প্রচুর পরিমাণে সাদা টুকরা টুকরা পদার্থ থাকে, সাদা আম, “অন্ত্রের চাঁচনি” (ক্যান্থা, কার্ব এসি)।
মূত্র কালচে, সামান্য অথবা অবরুদ্ধ, ফোটা ফোটা করিয়া নির্গত হয়, উহা সাদা তলানিযুক্ত, রক্তাক্ত, বাদামীবর্ণ, কাল কালির ন্যায়, উহার মধ্যে চাপ চাপ দূর্গন্ধ পচা রক্ত, এলবুমেন ও শর্করা থাকে।
আক্রান্ত অঙ্গ স্পর্শে ও সঞ্চালনে অত্যনুভূতিযুক্ত হয়।
সন্ধিসমূহে বাতজ বেদনা, সন্ধিস্থান স্পর্শ করিলে অথবা পদাঙ্গুলিতে হোঁচট লাগিলে রোগী যন্ত্রণায় চিৎকার করিয়া উঠে।
সম্বন্ধ- বাতজ, গেটবাতে রসঃপ্রসেক থাকিলে, এবং গ্রীষ্মকালীন বাতরোগে তুলনীয়-ব্রায়ো।
এপিস ও আর্সেনিক বিফলে অনেক সময় ইহা শোথ রোগ আরোগ্য করে।
উপচয়- মানসিক উত্তেজনা অথবা মানসিক অবসাদে; কঠোর অধ্যয়নের ফলে, খাদ্যবস্তু রান্নার গন্ধে।
সঞ্চালনেঃ- রোগী যদি সম্পূর্ণভাবে স্থির হইয়া শুইয়া থাকে তাহা হইলে বমনপ্রবৃত্তি কিছুটা কম হয়, কিন্তু প্রতিবার সঞ্চালনে উহা নূতন করিয়া দেখা দেয় ( ব্রায়ো)।
[শক্তি-৬, ৩০ ]
[কলচিকাম অটামনেল (Colchicum Atumnale) [ বুনো জাফরান ] বাত বেদনা, বমন, খাদ্যের গন্ধ, পেটে গ্যাস, সাদা আম, প্রসাবে সাথে শর্করা ও এলবুমেন থাকিলে এই ঔষধ ব্যবহৃত হয়।] [ সদৃশ্য লক্ষণ থাকা জরুরী]
কোন মন্তব্য নেই