সিফিলিনাম (Syphilinum) [ সিফিলিস রোগ জীবানু হইতে প্রস্তুত নোসোড ঔষধ]
সিফিলিনাম (Syphilinum)
সিফিলিনাম (Syphilinum) [ সিফিলিস রোগ জীবানু হইতে প্রস্তুত নোসোড ঔষধ] |
বেদনা ধীরে ধীরে বাড়ে ও ধীরে ধীরে কমে ( ষ্ট্যানাম); স্থান পরিবর্তন করে েএবং রোগীও ঘন ঘন অবস্থান পরিবর্তন করিতে বাধ্য হয়।
সমস্ত রোগলক্ষণই রাত্রিকালে বাড়ে (মার্ক), সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত বাড়ে।
উদ্ভেদসমূহ, অনুজ্জল লালবর্ণ, তাম্রবর্ণ দাগসকল ঠান্ডা লাগিলে নীলবর্ণ ধারণ করে।
সমস্ত শরীরের চরম শীর্ণতা ( এব্রোটে, আয়ড)।
হৃৎপিন্ড; রাত্রিকালে মূলদেশ হইতে শীর্ষস্থান পর্যন্ত ছুরিকাবিদ্ধবৎ বেদনা ( শীর্ষস্থান হইতে মূলদেশ পর্যন্ত-মেডোর; মূলদেশ হইতে কন্ঠস্থি বা স্কন্ধ পর্যন্ত-স্পাইজি)।
স্মৃতিশক্তির লোপ, পুস্তক, লোক অথবা স্থানের নাম মনে করিতে পারে না, যোগ-বিয়োগ প্রভৃতি কার্য কষ্টকর হয়।
অনুভূতি, যেন পাগল হইয়া যাইতেছে, যেন পক্ষাঘাতগ্রস্ত হইতেছে; বিরক্তি ও ঔদাসীন্যের অনুভূতি।
নিদ্রা হইতে জাগিবার পর এত বেশী মানসিক ও দৈহিক দুর্বলতা অনুভব করে যে প্রবল রাত্রি ভয় দেখা দেয়, উহা অসহ্য বোধ হয়, বরং মৃত্যুকে ভাল মনে করে।
জাগিয়া উঠিলে যে ভয়ঙ্কর অবসন্নতাজনিত কষ্ট হয় তাদের ভয়ে ভীত থাকে ( ল্যাকে)।
প্রদরস্রাব, প্রচুর, ন্যাকড়া ভিজিয়া উহার মধ্য দিয়া পায়ের গোড়ালি পর্যন্ত নামিয়া আসে ( এলু)।
শিরঃপীড়া, স্নায়ুশূল প্রকৃতির, উহাতে রাত্রিকালে নিদ্রাহীনতা ও প্রলাপ দেখা দেয়; অপরাহ্ন ৪ টায় আরম্ভ হয়, রাত্রি ১০ টা হইতে ১১ টায় বাড়িয়া উঠে এবং সূর্যোদয়ে বিরতি ঘটে ( রাত্রি ১১ টা বা ১২ টায় ছাড়িয়া যায়-লাইকো); চুল উঠিয়া যায়।
সদ্যোজাত শিশুর তরুণ চক্ষুপ্রদাহ, চক্ষুর পাতা দুইটি স্ফীত, রাত্রিকালে জুড়িয়া যায়, রাত্রিতে তীব্র যন্ত্রণা, রাত্রি ২টা হইতে ভোর ৫টা পর্যন্ত বৃদ্ধি, প্রভূত পুঁজস্রাব; ঠান্ডা জলে ধৌত করিলে উপশম।
অক্ষিপুটপতন, উপর বক্রপেশীর পক্ষাঘাত, চক্ষুর পাতা ঝুলিয়া পড়ে বলিয়া ঘুম ঘুমভাব দেখায় (কষ্টি, গ্রাফাই)।
দ্বিত্ব দৃষ্টি, একটি বস্তুর নীচে আর একটি বস্তু দেখে।
দাঁত, মাড়ির ধারে দাঁতগুলি ক্ষরিয়া যায়, ভাঙ্গিয়া যায়, বাটির ন্যায় গর্তযুক্ত হয়, দন্তের প্রান্তগুলি করাতের ন্যায় ধারকাটা, আকারে ঘর্ব ও অগ্রভাগগুলি সূক্ষ্নাগ্র হইয়া উঠে।
যে কোন প্রকার মদ্য পান করিতে চায়। বংশানুক্রমিক মদ্যপানদোষ ( এসের, সোরিন, টিউবার, সালফ এসিড)।
বহুবৎসরস্থায়ী দূর্দম্য কোষ্ঠবদ্ধতা, মনে হয় যেন মলদ্বার বন্ধনী দ্বারা বাধিয়া রাখা হইয়াছে; ডুসের নল প্রবেশ করাইলে যে যন্ত্রণা হয় তাহা প্রসববেদনার ন্যায় ভীষণ( ল্যাক ক্যানি, টিউবার)।
সরলান্ত্র ও মলদ্বার ফাটা (থুজা)।; সরলান্ত্রের বহির্নির্গমন, সিফিলিস ইতিহাসযুক্ত দুর্দম্য রোগ।
বাত, স্কন্ধসন্ধির অথবা স্কন্ধপেশীর সন্নিবেশস্থলের, বাহু উঠাইতে গেলে বৃদ্ধি ( রাস, দক্ষিণ স্কন্ধ-স্যাঙ্গুই; বাম স্কন্ধ- ফেরাম)।
সিফিলিসের রোগ যখন সুনির্বাচিত ঔষধে উপশম হয় না বা স্থায়ী উপকার হয় না।
সিফিলিস রোগী অথবা যে সকল রোগীর সিফিলিস ক্ষত বাহ্য প্রয়োগ দ্বারা চিকিৎসা করা হইয়াছে এবং তাহার ফলে বহু বৎসর যাবৎ গলগহ্বর ও চর্মরোগে কষ্ট পাইতেছে, অন্য কোন ঔষধ স্পষ্টভাবে নির্দিষ্ট না হইলে চিকিৎসার প্রারম্ভে এই ঔষধ দ্বারা প্রায় সবক্ষেত্রেই উপকার হয়।
সম্বন্ধ-অস্থিরোগে এবং সিফিলিস রোগে তুলনীয়-অরাম, এসাফ, কেলি আই, মার্ক, ফাইটো।
উপচয়-রাত্রিকালে, গোধুলি হইতে সূর্যোদয় পর্যন্ত।
[শক্তি-২০০. ১০০০]
কোন মন্তব্য নেই