ইস্কিউলাস হিপ্পোক্যাস্টেনাম (Aesculus Hippocastanum) [ Aesc - ইস্কিউ ]
ইস্কিউলাস হিপ্পোক্যাস্টেনাম (Aesculus Hippocastanum) |
ইস্কিউলাস হিপ্পোক্যাস্টেনাম (Aesculus Hippocastanum)
[ হর্স চেষ্টনাট নামক গাছ ]
Aesculus hippocastanum; Chestnust bud (Bach flower); White chest nut [Aesc]
যে সকল ব্যক্তির অর্শরোগের প্রবণতা আছে এবং যাহার পাকাশয়িক, পৈত্তিক ও সর্দি উপদ্রবে কষ্ট পায়, তাহাদের পক্ষে উপযোগী।
বিভিন্ন স্থানে, হৃৎপিন্ডে, ফুসফুসে, পাকস্থলীতে, মস্তিষ্কে, বস্তিগহ্বরে চর্মের মধ্যে যেন অতিরিক্ত রক্তসঞ্চয় হইয়াছে এরূপ পূর্ণতাবোধ।
শৈরিক রক্তসঞ্চয় বিশেষতঃ যকৃৎ ও অর্শবলিতে।
হতাশ, বিষন্ন, অত্যন্ত খিট্খিটে, অতি সহজেই মেজাজ গরম হইয়া উঠে এবং ধীরে ধীরে আত্মসম্বরণ করে; অত্যন্ত ক্রোধপ্রবণ ( ক্যামো )।
মুখ গলা এবং সরলান্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লীসমূহ স্ফীত, উহাতে জ্বালা করে, শুষ্ক ও হাজিয়া যাওয়ার ন্যায় বোধ হয়।
সর্দি-পাতলা জলবৎ, জ্বালাকর, হাজিয়া যাওয়ার ন্যায় বোধ হয়, ঠান্ডা বায়ুতে শ্বাসগ্রহণে অত্যানুভূতি।
গর্ভানুসংক্রান্ত গলকোষপ্রদাহ, অত্যন্ত জ্বালা, গলার মধ্যে হাজিয়া যাওয়ার ন্যায় অনুভূতি, শুষ্কতা এবং খস্ খসে ভাব।
পুনঃপুনঃ গলাধঃকরণের ইচ্ছা, তৎসহ জ্বালা, কাঁটা ফোটার ন্যায়, হুলবিদ্ধ হওয়ার ন্যায় যন্ত্রণা এবং গলকোষে শুষ্কতা ও সঙ্কোচনবোধ ( এপিস, বেল )।
সরলান্ত্র, ঐস্থানে শুষ্কতা ও উত্তাপবোধ, মনে হয় যে স্থানটি ক্ষুদ্র ক্ষুদ্র কাঠিতে পূর্ণ রহিয়াছে, ছুরিকাঘাতের ন্যায় যন্ত্রণা সরলান্ত্রের মধ্য দিয়া উপরদিকে উঠিতে থাকে ( ইগ্নে, সালফ )। অন্ধ অর্শবলি, বেদনাযুক্ত জ্বালাকর বেগুনিবর্ণ, ক্বচিৎ রক্তস্রাবী।
সরলান্ত্র ক্ষতবৎ বেদনাযুক্ত, তৎসহ পূর্ণতাবোধ, জ্বালা এবং চুলকানি ( সালফ )।
কোষ্ঠবদ্ধতা, শক্ত, শুষ্ক মল, কষ্টে নির্গত হয়, তৎসহ সরলান্ত্রে শুষ্কতা ও উত্তাপ, কটিদেশের নিম্নাংশে তীব্র বেদনা।
মলত্যাগের পর কয়েক ঘন্টা ব্যাপী সরলান্ত্রে পূর্ণতাবোধ ও মলদ্বারে তীব্র যন্ত্রণা (এলো, ইগ্নে, মিউ এসি, সালফ)।
জরায়ুর বহির্নির্গমন, বিদাহী, কৃষ্ণাভ প্রদরস্রাব, তৎসহ কটিদেশের নিম্নাংশে বেদনা, চলিতে গেলে অত্যন্ত ক্লান্তিবোধ।
কটিদেশ ও পৃষ্ঠের নিম্নাংশের গ্রন্থিমন্ডলের ভয়ানক নিস্তেজ বেদনা, বেদনা অল্পাধিক সদাস্থায়ী, উহাতে ত্রিকাস্থি এবং নিতম্বদেশ আক্রান্ত হয়।
গর্ভাবস্থায় পৃষ্ঠ অবশ হইয়া যায়, চলিতে গেলে অথবা সম্মুখদিকে অবনত হইলে জরায়ু বহির্নির্গত হয়। প্রদরস্রাব হয়, এজন্য বসিয়া বা শুইয়া থাকিতে বাধ্য হয়।
পৃষ্ঠে ভার ও খঞ্জতাবোধ।
বাহুদ্বয়ে, পদদ্বয়ে এবং মেরুদন্ডে পক্ষাঘাতের ন্যায় অনুভূতি।
অর্শরোগ কলিনসো দ্বারা উপশমিত হওয়ার পর, ইস্কিউলাস দ্বারা আরোগ্য হয়।
নাক্স ও সালফার দ্বারা অর্শের উপকার হইয়াছে কিন্তু আরোগ্য হয় নাই, এরূপ ক্ষেত্রে উপযোগী।
বৃদ্ধি- সঞ্চালনে; পৃষ্ঠবেদনা ও ক্ষততাবোধ চলিলে, অবনত হইলে এবং ঠান্ডা বাতাসে শ্বাস গ্রহণ করিলে।
[ শক্তি Q হইতে ৩ ]
কোন মন্তব্য নেই