এব্রোটেনাম (Abrotanum) [ Artemesia abrotanum] [ Abrot - এব্রোটে ]
এব্রোটেনাম (Abrotanum) [ সাদার্ন উড নামক গাছ ] |
এব্রোটেনাম (Abrotanum) [ সাদার্ন উড নামক গাছ ]
[Artemisia abrotanum L, Southernwood, found in southern Europe, orient, China ; use fresh leaves and shoots]
পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা ও উদরাময়, উদরাময়ে ভুক্তদ্রব্য বহির্নির্গত হয়।
শিশুদের পুঁয়ে পাওয়া, তৎসহ সুস্পষ্ট শুষ্কতা, বিশেষতঃ পদদ্বয়ের শুষ্কতা ( আয়ড, স্যানিকি, টিউবার); শরীরের চর্ম থল্থলে হইয়া পড়ে, ভাঁজে ভাঁজে ঝুলিয়া পড়ে। ( ঘাড়ের ঐ অবস্থা, নেট্রাম মিউর, স্যানিকি)।
পুঁয়ে পাওয়া রোগে, মস্তক দূর্বল, উহা তুলিয়া রাখিতে পারে না ( ইথুজা )।
কেবলমাত্র নিম্নশাখার শীর্ণতা।
রাক্ষুসে ক্ষুধা, কিন্তু ভালভাবে আহার করা সত্ত্বেও শীর্ণ হইতে থাকে ( আয়ড, নেট্রাম মিউর, স্যানিকি, টিউবার)।
খালধরার জন্য অথবা শূলবেদনার পরে, হস্ত-পদাদির যন্ত্রণাদায়ক আকুঞ্চন।
বাতরোগ, স্ফীতি দেখা দিবার পূর্বেই অত্যন্ত বেদনা, আকষ্মাৎ উদরাময় বা অন্য কোন প্রকার স্রাব অবরুদ্ধ হইয়া বাতরোগে, অর্শরোগের সহিত পর্যায়ক্রমে বা আমাশয়ের সহিত পর্যায়ক্রমে বাতরোগ।
গেঁটেবাত, সন্ধিগুলি আড়ষ্ট, স্ফীত, উহাতে সূচীবিদ্ধবৎ যন্ত্রণা, হাতের কব্জি ও পায়ের গোড়ালিতে বেদনা ও প্রদাহ।
সর্ব শরীরে অত্যন্ত খঞ্জবৎ ও ক্ষতবৎ বেদনা।
চুলকানিযুক্ত পদদারী ( এগারি)।
অত্যন্ত দূর্বলতা এবং অবসন্নতা, শিশুদিগের এক প্রকার বিলেপী-জ্বর, শিশু দাঁড়াইতে পারে না।
শিশু বদমেজাজী, ক্রোধী, খিট্খিটে, হতাশ, উগ্র, নিষ্ঠুর; নির্মম কার্য করিতে চায়।
মুখমন্ডল বৃদ্ধের মত, বিবর্ণ, কুঞ্চিত ( ওপি)।
সম্বন্ধ- ছোট ছোট ফোঁড়ায় হিপারের পর, প্লুরিসি রোগে একোন ও ব্রায়োর পর যখন আক্রান্ত পার্শ্বে একপ্রকার চাপবোধের জন্য শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়, তখন উপযোগী।
[শক্তি-৩০, ২০০ ]
কোন মন্তব্য নেই