কুপ্রাম মেটালিকাম Cuprum Metallicum [ Cupr কুপ্রাম ]
কুপ্রাম মেটালিকাম (Cuprum Metallicum) [ তম্র ধাতু ] |
কুপ্রাম মেটালিকাম (Cuprum Metallicum) [ তম্র ধাতু ]
আক্ষেপ ও খালধরা; লক্ষণগুলি নির্দিষ্ট সময় অন্তর ও দলে দলে উপস্থিত হয়।
অতিরিক্ত মানসিক পরিশ্রম এবং অনিদ্রার জন্য শারীরিক ও মানসিক অবসন্নতা ( কক্কিউল, নাক্স) ; অদম্য উৎকন্ঠা দ্বারা আক্রান্ত হয়।
মুখে উগ্র, মিষ্ট, ধাতব, তামার ন্যায় আস্বাদ, তৎসহ লালাস্রাব (রাস টক্স)।
সাপের ন্যায় অবিরত জিহ্বা বাহির করে, টানিয়া লয় ( ল্যাকে )।
ঔদরাময়িক অথবা এসিয়াটিক কলেরা, তৎসহ উদরে ও পায়ের ডিমে খালধরা।
উদ্ভেদ বসিয়া যাওয়ার মন্দ ফল ( উদ্ভেদ বাহির না হইলে জিঙ্ক),
তাহাতে মস্তিস্ক আক্রান্তি, আক্ষেপ, তড়কা, বমন, পদঘর্ম অবরুদ্ধ হওয়ার কুফল ( সাইলি, জিঙ্ক)।
তড়কায় মুখমন্ডল নীল এবং বৃদ্ধাঙ্গুলি মুষ্টিবদ্ধ হয়।
অঙ্গপ্রত্যঙ্গে অত্যন্ত ক্লান্তিভাবের সহিত হাতে পায়ে খালধরা, পদতল ও পায়ের ডিমে বেদনা।
ক্ষনিক আক্ষেপ, হস্ত ও পদাঙ্গুলিতে আরম্ভ হইয়া সমস্ত দেহে ছড়াইয়া পড়ে; গর্ভকালে আক্ষেপ, সুতিকাক্ষেত্রে আক্ষেপ, ভয় অথবা বিরক্তির পর আক্ষেপ, অন্য যন্ত্রের পীড়া রোগান্তর প্রাপ্ত হইয়া মস্তিস্ক আক্রমণ করিলে তজ্জনিত আক্ষেপ ( জিঙ্ক)।
জিহ্বার পক্ষাঘাত; অসম্পূর্ণ ও তোতলাভাবে কথা বলে।
অপস্মার রোগ-পূর্বানুভূতি হাঁটুতে আরম্ভ হয় এবং উপর দিকে উঠিতে থাকে; রাত্রিকালে ঘুমের মধ্যে বৃদ্ধি( বিউফো), অমাবস্যার কাছাকাছি বৃদ্ধি, নির্দিষ্ট সময় অন্তর (ঋতুকালে) আক্রমণ, পড়িয়া যাওয়া বা মাথায় কোন আঘাত লাগার ফলে, জলে ভিজার ফলে।
কাশিতে ঘড় ঘড় শব্দ হয়, মনে হয় যেন বোতল হইতে জল ঢালা হইতেছে।
হুপিং কাশি, দীর্ঘকাল দম বন্ধের মত হয়, আক্ষেপিক কাশি, কথা বলিতে পারে না, কাশিতে কাশিতে শ্বাস রোধ হয়, মুখমন্ডল নীলবর্ণ হয়, রোগী শক্ত ও আড়ষ্ট হইয়া পড়ে, পরপর তিনটি কাশির ধমক আসে ( ষ্ট্যানাম); রোগী জ্ঞানলাভের পর শক্ত খাদ্যবস্তু বমন করে ( ক্যান); প্রত্যেকবার আক্রমণের সহিত নিস্পন্দ বায়ুরোগের ন্যায় আক্ষেপ।
প্রসবান্তিক ভ্যাদাল ব্যথা, তীব্র-তৎসহ পদতলে ও পায়ের ডিমে যন্ত্রণা।
সম্বন্ধ- অনুপূরক-ক্যালকেরিয়া।
তুলনীয়- কলেরা ও ঔদরাময়িক কলেরায় আর্স, ভিরেট্রাম। উদ্ভিজ্জ জাতীয় ঔষধগুলির মধ্যে সমগুণ ইপিকাক। হুপিং কাশি ও কলেরায় ইহার পরে ভিরেট্রাম ভাল কাজ করে। চাপা পড়া উদ্ভেদ হইতে তড়কায় ইহার পর এপিস ও জিঙ্ক ভাল কাজ করে।
উপচয়-ঠান্ডা বাতাসে, ঠান্ডা বায়ুপ্রবাহে, রাত্রিকালে, পদঘর্ম বা উদ্ভেদ বসিয়া গেলে।
উপশম- একবার ঠান্ডা জল পান করিলে বমিবমি-ভাব, বমন ও কাশির উপশম।
[শক্তি- ৬, ৩০, ২০০ ]
কোন মন্তব্য নেই