Header Ads

এনাকার্ডিয়াম ওরিয়েন্টেল (Anacardium Orientale) [এনাকার্ডি -Anac]

এনাকার্ডিয়াম ওরিয়েন্টেল (Anacardium Orientale) [ভেলা, ভল্লাতক ] [Anac]

এনাকার্ডিয়াম ওরিয়েন্টেল (Anacardium Orientale) [ ভেলা, ভল্লাতক ] [Anac]
এনাকার্ডিয়াম ওরিয়েন্টেল (Anacardium Orientale) [ ভেলা, ভল্লাতক ] [Anac]

অকষ্মাৎ স্মৃতিশক্তির লোপ। সব কিছুই স্বপ্ন বলিয়া মনে হয়। রোগী তাহার  বিস্মরণশীলতার জন্য অত্যন্ত কষ্ট ভোগ করে, সব কিছুই গোলমাল হইয়া যায়, বিষয়কর্মের অনুপযুক্ত হইয়া পড়ে। 

হিংসা করার প্রবৃত্তি, দুষ্কর্মে আসক্তি। 

অভিসম্পত দেওয়ার এবং শপথ করার অদম্য প্রবৃত্তি ( ল্যাক ক্যানি, লিলিয়াম, নাই এসি-অবিরত প্রার্থনা করিতে চায়-ষ্ট্যামো)। 

নিজের এবং অপরের উপর বিশ্বাস থাকে না। 


মনে করে যেন তাহার দুইটি ইচ্ছা শক্তি আছে- একটি যাহা করিতে আদেশ করিতেছে, অপরটি তাহা হইতে প্রতিনিবৃত্ত করিতেছে। 

চলিবার সময় উৎকন্ঠিত হয়, মনে হয় কেহ যেন তাহার পশ্চাতে থাকিয়া অনুসরণ করিতেছে; তাহার চারিদিকের সব কিছুকেই সন্দেহ করে। 

সমস্ত ইন্দ্রিয়শক্তি দূর্বল হইয়া পড়ে। 

বিষাদবায়ুগ্রস্ত, তৎসহ অর্শ ও কোষ্ঠবদ্ধতা। 

অদ্ভুত মেজাজ; গুরুতর ব্যাপারে হাসিয়া উঠে, হাসির ব্যাপারে গম্ভীর হইয়া পড়ে। রোগিনী মনে করেন, তিনি যেন একটি দৈত্য, অভিসম্পাত দেন এবং শপথ করেন। 

মনে হয় যেন শরীরের কোন অংশ একটি লোহার পাত বা ফিতা দিয়া বাঁধিয়া রাখা হইয়াছে। ( ক্যাক্টাস, কার্ব এসি, সালফ) অথবা যেন একটি ভোঁতা যন্ত্র মৃদুভাবে চাপ দেওয়া হইতেছে, যেন শরীরের অভ্যন্তরে একটি গোঁজ প্রবিষ্ট রহিয়াছে। 

শিরঃপীড়া, আহারকালে উহার সম্পূর্ণ উপশম ( সোরিন)। শিরঃপীড়া রাত্রিকালে শয্যায় শয়িত অবস্থায় িএবং ঘুম আসিবার উপক্রমে, সঞ্চালনে এবং কাজকর্মে বৃদ্ধি। 

যে সকল লোক বসিয়া দিন কাটায় তাহাদের পাকাশয়িক ও স্নায়বিক শিরঃপীড়া ( আর্জ নাই, ব্রায়ো, নাক্স)। 

খাদ্য ও পানীয় দ্রুত গলাধঃকরণ করে, আহারকালে সকল উপসর্গ অন্তর্হিত হয় ( কেলি ফস, সোরিন)। 

পাকস্থলী, পেট যেন কিছুই নাই, যেন উপবাস করিয়া আছে এরূপ অনুভূতি; খালি পেটে থাকিলে এরূপ অনুভূত হয়- আহারে উপশম ( চেলিডো, আয়ড); খাদ্য পরিপাক হওয়ার সময় উপশম ( বিপরীত ব্রায়ো, নাক্স) 

হাতের তালুতে আঁচিল ( নেট্রাম মিউর)। 

মলত্যাগের প্রবল ইচ্ছা কিন্তু মলত্যাগের চেষ্টা করিলে মলত্যাগ না হইয়াই বেগটি চলিয়া যায়; মনে হয় যেন মলদ্বার অক্ষম হইয়া পড়িয়াছে, পক্ষাঘাতগ্রস্ত হইয়াছে, তৎসহ অনুভূতি যেন একটি গোঁজ পোরা আছে (অনিয়মিত ধমনক্রিয়া অথবা অতিক্রিয়া-নাক্স)। 

সম্বন্ধ-তুলনীয়, রাস রেডি, রাস টক্স, রাস ভেনে। লক্ষগুলি ডান দিক থেকে বাম দিকে বিস্তৃত হওয়ার প্রবণতা ( লাইকো)। 

লাইকো ও পালসের পর এনাকার্ডিয়াম ভাল খাটে। 

এনাকার্ডিয়ামের পূর্বে ও পরে প্লাটিনা উপযোগ। 

[শক্তি-৩০, ২০০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.