কলোফাইলাম (Caulophyllum) [ কলো - Caul ]
কলোফাইলাম (Caulophyllum) [ব্লু কোহাস নামক গাছড়া ] |
কলোফাইলাম (Caulophyllum) [Blue Cohosh] CAULOPHYLLUM THALICTROIDES
স্ত্রীলোকদিগের বাতরোগ, বিশেষতঃ ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধির বাত (এক্টিয়া স্পাইকেটা), ভ্রমণশীল বেদনা, কয়েক মিনিট পরে পরেই স্থান পরিবর্তন করে (পালস); আক্রান্ত সন্ধিগুলিতে যন্ত্রণাদায়ক আড়ষ্টতা।
বেদনা সবিরাম, আবেশে উপস্থিত হয় এবং আক্ষেপিক প্রকৃতির।
যৌবনোদ্গমকালে, ঋতুস্রাব প্রবর্তিত হওয়ার সময় তান্ডব, হিষ্টিরিয়া ও অপস্মার রোগ ( এক্টিয়া)।
প্রদরস্রাব-বিদাহী, দূর্বলকর, চক্ষুর উপরপাতা ভারি হয়, উহা আঙ্গুল দিয়া তুলিয়া ধরিতে হয় ( জেলস), কপালের উপর “ক্ষুদ্র ক্ষুদ্র হলদেবর্ণ দাগ” প্রকাশ পায় (সিপিয়া); ছোট ছোট মেয়েদের প্রদরস্রাব (ক্যাল্ক কার্ব)। প্রদরস্রাবের জন্য গর্ভসঞ্চার হয় না।
জরায়ুর দূর্বলতার জন্য গর্ভস্রাব প্রবণতা ( এলিট্রিস-রক্তল্পতা এবং গভীর বিষাদভাব-হেলোনিয়াস)।
জরায়ুমুখ আক্ষেপিকভাবে কঠিন হইয়া থাকে, প্রসবে বিলম্ব ঘটায়, জরায়ুগ্রীবায় সূচীবিদ্ধবৎ বেদনা।
প্রসববেদনা অল্পক্ষণস্থায়ী, অনিয়মিত, আক্ষেপজনক, ক্লেশকর, প্রসবের প্রারম্ভে মিথ্যা প্রসববেদনা (এক্টিয়া), উহাতে প্রসবক্রিয়ার অগ্রগতি হয় না। এই ঔষধ, লক্ষণ মিলিলে, বিশৃঙ্খল জীবনীশক্তির সংশোধন করে এবং সার্থক বেদনার সৃষ্টি করে।
দ্রুত প্রসবের পর রক্তস্রাব, পেশীতন্তুসমূহের দৃঢ়তার অভাব। গর্ভস্রাবের পর অপ্রবল রক্তস্রাব (সিকেলি, থ্যাস্পি)।
দীর্ঘকালস্থায়ী দূর্বলকর প্রসববেদনার পর ভ্যাদাল ব্যাথা, ব্যাথা আক্ষেপজনক, তলপেটের আড়াআড়ি এবং কুঁচকি পর্যন্ত বিস্তৃত হয় (জঙ্ঘার সম্মুখভাগে বিস্তৃত বেদনা- কার্ব ভেজ, কক্কিউল)।
দীর্ঘকালস্থায়ী প্রসবান্তিক লোকিয়াস্রাব, জরায়ুর অত্যধিক দূর্বলতা, শিথিল রক্তবহানাড়ী হইতে দীর্ঘকাল ধরিয়া রক্ত চুয়ােইতে থাকে ( সিকেলি)।
প্রসববেদনার সমগূণ পালস, কিন্তু মানসিক লক্ষণ বিপরীত।
মুখের উপর বিন্দু বিন্দু হরিদ্রাবর্ণ দাগের জন্য এবং জরায়ুর বিশৃঙ্খলাজাত প্রতিক্ষিপ্ত লক্ষণসমূহে সমগুণ-সিপিয়া।
[শক্তি-৩X, ৬, ৩০ ]
কোন মন্তব্য নেই