Header Ads

এলুমিনা ( Alumina) [ এলুমিনাম হাইড্রেট ] ALUM (এলু)


এলুমিনা (Alumina) [ এলুমিনাম হাইড্রেট ] ALUM
Aluminium Hydrate

এলুমিনা (Alumina) [ এলুমিনাম হাইড্রেট ] ALUM


যে-সকল লোক চিররোগে ভোগে তাহাদের পক্ষে উপযোগী। ইহাকে “প্রাচীন পীড়ার একোনাইট” বলা হয়।

জৈব উত্তাপের অভাবযুক্ত ধাতু ( ক্যাল্ক কার্ব, সাইলি)।

কৃশ, শুষ্ক, পাতলা রোগী, বর্ণ ময়লা, নম্র, প্রফুল্ল প্রকৃতি, অবসাদ বায়ুগ্রস্ত, শুষ্ক দাদের মত চুলকানীযুক্ত উদ্ভেদপ্রবণ ব্যক্তি। শীতকালে বৃদ্ধি (প্রেট্রল), বিছানা গরম হইয়া উঠিলে সর্বাঙ্গে অসহ্য চুলকানি ( সালফ), চুলকাইয়া রক্ত বাহির করিয়া ফেলে, তারপর বেদনা হয়।
Old sick chronic constipation patient for alumina

সময় অত্যন্ত ধীরে ধীরে চলে, একঘন্টা অর্ধদিনের মত মনে হয় (ক্যানা ইন্ডি)।

চক্ষু না মেলিয়া দিনের বেলাতেও হাঁটিতে পারে না, চক্ষু মুদিলে টলমল করে এবং পড়িয়া যাওয়ার মত হয় ( আর্জে নাই, জেলস)।

অস্বাভাবিক ক্ষুধা, শ্বেতসার, চা-খড়ি, কয়লা, লবঙ্গ, কফি বা চায়ের গুড়া, অম্ল এবং অপাচ্য দ্রব্যসমূহ খায় (সাইকুটা, সোরিন); গোল আলু সহ্য হয় না। 

বহু বছরের পুরাতন উদ্গার উঠা, সন্ধ্যাকালে বৃদ্ধি।

সর্বপ্রকার উত্তেজক দ্রব্য-লবন, মদ, ভিনিগার, গোলমরিচ প্রভৃতি খাওয়া মাত্র কাশির উদ্রেক হয়।

কোষ্ঠবদ্ধতা; সরলান্ত্রে যথেষ্ট মল সঞ্চিত না ইহলে মলত্যাগের ইচ্ছা হয় না অথবা মলত্যাগে সমর্থ হয় না (মেলিলো)অত্যন্ত কুন্থন, পায়খানায় বসিবার স্থান আকড়াইয়া ধরিয়া কোঁথ দিতে থাকে, মল শক্ত, গাঁট গাঁট, আমজড়িত লরেল ফলের ন্যায় অথবা নরম কাদার মত মল, মলদ্বারে লাগিয়া থাকে (প্লাটিনা)।

সরলান্ত্রের ক্রিয়াহীনতা, নরম মলত্যাগ করিতেও যথেষ্ট কোঁথ দিতে হয় (এনাকার্ডি, প্লাটিনা, সাইলি, ভিরেট্রাম)

কোষ্ঠবদ্ধতা, দুগ্ধপায়ী শিশুদের, কৃত্রিম খাদ্য হইতে, যে সকল শিশু বোতলের দুধ পান করে তাহাদিগের, বৃদ্ধ লোকদের ( লাইকো, ওপি), গর্ভকালে, সরলান্ত্রের ক্রিয়াহীনতার জন্য ( সিপিয়া)।

রোগিনীর মূত্রত্যাগকালে তরল মল নিঃসরণ।

মলত্যাগকালে মূত্রত্যাগের জন্যও-কোঁথ দিতে হয়।

শ্বেতপ্রদর, বিদাহী এবং প্রচুর, পায়ের গোড়ালি পর্যন্ত গড়াইয়া পড়ে (সিফিলি), দিবাভাগে অধিক, ঠান্ডাজলে স্নানে উপশম।

ঋতুস্রাবের সময় শারীরিক ও মানসিকভাবে অবসন্ন হইয়া পড়ে, কথা বলিলেও কষ্ট হয় (কার্ব এনি, কক্কুল)। 

কথা বলায় ক্লান্তি বোধ করে, মুর্ছাভাব, শ্রান্তি, বসিয়া থাকিতে বাধ্য হয়। 

সম্বন্ধ-ব্রায়োনিয়ার অনুপুরক। 

ব্রায়ো, ল্যাকেসালফের পর উত্তম ফল পাওয়া যায়। এলুমিনা ব্রায়োনিয়ার ক্রনিক। 

সমগূণ-বৃদ্ধ লোকদিগের রোগে-ব্যারা, কোনি। 

উপচয়-ঠান্ডা বাতাসে, শীতকালে, বসিয়া থাকিলে, গোল আলু খাইলে, সুপ খাওয়ার পর, এক দিন অন্তর একদিন, পূর্ণিমা, অমাবস্যায়। 

উপশম-মৃদু গ্রীষ্মকালীন আবহাওয়ায়, উষ্ণ পানীয়ে, আহারকালে ( সোরিন); আর্দ্র আবহাওয়ায় (কষ্টি)। 

সীসা হইতে বিষক্ততা, চিত্রকরের শূলব্যথা, এবং সীসা হইতে যে কোন পীড়ার পক্ষে এলুমিনা উৎকৃষ্ট ফলদায়ক ঔষধ। 

[শক্তি-৩০, ২০০] 

Alumina-Alum is indicated for Atonic constipation, Senium, Arterioscierosis, chronic catarrh of the mucous membranes, paralysis of the urinary bladder and rectum. 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.