বোভিষ্টা (Bovista) [Bov-বোভি]
বোভিষ্টা (Bovista) [Bov-বোভি] |
বোভিষ্টা (Bovista Lycoperdon, Puff-Ball, Bovista) [Bov-বোভি]
যে সকল লোক শুষ্ক অথবা আর্দ্র দাদ্রুজাতীয় উদ্ভেদে ভোগে।
বৃদ্ধা ও বুক ধড়ফড়িযুক্ত স্ত্রীলোকদিগের পক্ষে উপযোগী।
তোতলা শিশুদিগের পক্ষে উপযোগী (ষ্ট্যামো)।
নাসিকা এবং সকল শ্লৈষ্মিক ঝিল্লী হইতে যে স্রাব নির্গত হয় তাহা অত্যন্ত চটচটে দড়ার ন্যায় এবং টানিলে লম্বা হয় (কেলি বাই)
কাঁচি, ছুরি, কোন ভোঁতা অস্ত্র ব্যবহার করিলে, সাধারণতঃ হাতের আঙ্গুলে গভীর দাগ পড়ে।
বগলের ঘর্মে পেঁয়াজের ন্যায় গন্ধ ছাড়ে।
দাঁত তোলার পর রক্তস্রাব (হেমামে); ক্ষতস্থান হইতে রক্তস্রাব; নাসাপথে রক্তস্রাব।
সন্ধিসমূহের অত্যন্ত দূর্বলতা এবং হাত পায়ের ক্লান্তিভাব।
অকুশলতা, হাত হইতে দ্রব্যাদি পড়িয়া যায় (এপিস) হাত শক্তিহীন বলিয়া জিনিসপত্র পড়িয়া যায়।
ঋতু-কেবল রাত্রিকালে স্রাব হয়, দিবাভাগে হয় না (ম্যাগ কার্ব; কেবল দিবাভাগে স্রাব হয়, শুইলে বন্ধ থাকে-ক্যাকটাস, কষ্টি, লিলিয়াম); ঋতুস্রাবের পূর্বে ও সময়ে উদরাময় (এমন কার্ব); দুই ঋতুর মধ্যবর্তীকালে কয়েকদিন অন্তর সময় সময় রক্ত দেখা দেয় (বোরাক্স); প্রতি দুই সপ্তাহ অন্তর কালচে এবং চাপ চাপ রক্তস্রাব তৎসহ কষ্টকর নীচের দিকে ঠেলামারা বেদনা (সিপিয়া)।
চক্ষু অস্থির নিম্নভাগে অসহ্য চুলকানি, চুলকাইতে চুলকাইতে ঐস্থান হাজিয়া যায় ও ক্ষত জন্মে।
সম্বন্ধ-অনিয়মিত ঋতুস্রাব লক্ষণে তুলনীয়-এমন কার্ব, বেল, ক্যাল্ক কার্ব, ম্যাগ সালফ, সিপিয়া। আলকাতরার স্থানিক প্রয়োগের কুফল ও বাস্পগ্রহণজনিত শ্বাসকষ্ট বোভিষ্টা দ্বারা প্রশমিত হয়।
[ শক্তি- ৩০, ২০০ ]
কোন মন্তব্য নেই