Header Ads

চেলিডোনিয়াম মেজাস (Chelidonium Majus) [চেলিড - Chel ]

চেলিডোনিয়াম মেজাস (Chelidonium Majus) [চেলিড - Chel ]

চেলিডোনিয়াম মেজাস (Chelidonium Majus) [চেলিড - Chel ]

[সেলান্ডাইন নামক গাছড়া]

ফর্সা বর্ণ, সুন্দর মুখশ্রীযুক্ত ব্যক্তি, পাতলা, কৃশ উত্তেজনাপ্রবণ, যাহারা যকৃত, পাকাশয় ও অন্ত্রাদি সংক্রান্ত রোগে ভোগে (পডো); সকল প্রকার ধাতুগত অবস্থার স্ত্রী ও পুরুষের পক্ষে সমভাবে উপযোগী।

ডান স্কন্ধাস্থির নিম্ন ও আভ্যন্তরীণ কোণের নীচে সদাস্থায়ী বেদনা(কেলি কার্ব; বাম স্কন্ধাস্থির নীচে-চিনোপডি, স্যাঙ্গুই)।

পুনঃ পুনঃ আবহাওয়ার পরিবর্তনজনিত নুতন পীড়া অথবা পুরাতন পীড়ার পুরাবির্ভাব (মার্ক); আহারের পর সকল উপসর্গেরই উপশম হয়।

জিহ্বা হরিদ্রাবর্ণের পুরু লেপে আবৃত, কিনারাগুলি লাল, জিহ্বা দন্তছাপযুক্ত ( পডো-বৃহৎ থলথলে দন্তছাপযুক্ত জিহ্বা, মার্ক)।

অত্যন্ত গরম পানীয় আকাঙ্ক্ষা করে- যদি না ঐ পানীয় প্রায় ফুটন্ত গরম হওয়ার জন্য পাকস্থলী উহা বমি করিয়া ফেলে (আর্স, ক্যাস্কেরিলা)।

নির্দিষ্ট সময়ে আগত  চক্ষুকোটরের স্নায়ুশূল ( ডান দিকের), তৎসহ অত্যন্ত অশ্রুস্রাব, অশ্রু বেগের সহিত নির্গত হইয়া আসে ( রাস)।

কোষ্ঠবদ্ধতা, মল শক্ত, গোল গোল বলের ন্যায়, ভেড়ার বিষ্ঠার ন্যায় (ওপি, প্লাম্বাম); কোষ্ঠবদ্ধতা ও উদরাময় পর্যায়ক্রমে দেখা দেয়।

উদরাময় রাত্রিতে, কাদার ন্যায়, ঈষৎ ধুসর বর্ণের, উজ্জল হরিদ্রাভ, কটা বা সাদা, জলবৎ, আঠা আঠা, অনৈচ্ছিক মলত্যাগ।

মুখমন্ডল, কপাল, নাসিকা ও গণ্ডস্থল সুস্পষ্টভাবে হরিদ্রাবর্ণ।

চর্মের বর্ণ হরিদ্রাভ ধুসর, শুষ্ক কুঞ্চিত চর্ম, হাতের তালুর চর্মের ঐ অবস্থা (সিপিয়া)।

যকৃৎ সম্বন্ধীয় রোগ, কামলা রোগ, ডান স্কন্ধের বেদনা।

ডান ফুসফুসের নিউমোনিয়া, সেই সাথে যকৃৎপীড়াজনিত উপসর্গচর (মার্ক)।

আক্ষেপিক কাশি, কাশিবার সময় ক্ষুদ্রক্ষুদ্র শ্লেষ্মাখন্ড মুখ হইতে লাফাইয়া বাহির হয় ( ব্যডি, কেলি কার্ব)

রোগ অধিকাংশ ক্ষেত্রে দেহের ডান পার্শ্বকে আক্রমন করে, ডান চক্ষু, ডান ফুসফুস, ডান কুক্ষিদেশ, পেটের ডান পার্শ্বে, ডিান নিতম্ব, ডান পায়ের পাতা বরফের ন্যায় শীতল, কিন্তু বাম পার্শ্ব স্বাভাবিক (লাইকো)।

যকৃৎপীড়ার ইতিহাসসহ অথবা টিউবারকুলার ধাতু ব্যক্তির পুরাতন বিস্তারশীল পচা ক্ষত।

পিত্তপাথুরি, তৎসহ ডান স্কন্ধাস্থির নিম্নে বেদনা (পিত্তপাথুরি বেদনার তীব্র আক্রমণ-কার্ডু মেরি)।

সম্বন্ধ- চেলিডোনিয়াম ব্রায়োনিয়ার অপব্যবহারের কুফল দূর করে, বিশেষতঃ যকৃৎ রোগে।


ইহার পর আর্স, লাইকোসালফার ভাল কাজ করে, প্রায়ই আরগ্য ক্রিয়া সমাপ্ত করিতে ঐ ঔষধগুলির একটি প্রয়োজন হয়। -ডাঃ এইচ সি এলেন

[শক্তি ১X, ৩X, ৬, ৩০ ]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.