কেলি বাইক্রমিকাম (Kali Bichromicum) [ Kali Bi - কেলি বাই ]
[ Kali Bi - কেলি বাই ] |
কেলি বাইক্রমিকাম (Kali Bichromicum) [ Kali Bi - কেলি বাই]
[ পটাশিয়াম বাইক্রোমেট]
মোটা, পাতলা চুল বিশিষ্ট ব্যক্তি, যাহারা সর্দিজ, সিফিলিসজাত অথবা সোরাদোষজাত রোগ হইতে কষ্ট পায়।
মোট ক্ষুদ্র গ্রীবাবিশিষ্ট শিশু, ক্র ুপ বা ক্র ুপ সদৃশ রোগে ভোগার প্রবণতাযুক্ত।
শ্লৈষ্মিক ঝিল্লীর রোগ-চক্ষু, নাসিকা, মুখগহ্বর, গলগহ্বর, বায়ুনালী, পাকাশয়-অন্ত্র, জনন ও মুত্রযন্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লীর রোগ- চট্চটে দড়ির ন্যায় শ্লেষ্মাস্রাব, উহা আক্রান্ত স্থানে লাগিয়া থাকে এবং টানিলে সুতার ন্যায় লম্বা হইয়া আসে ( তুলনীয়-হাইড্রাষ্ট, লাইসিন)
রোগসমূহ গরম আবহাওয়ায় উপস্থিত হয়।
খোলা বাতাসে থাকিলে সর্দি লাগার প্রবণতা।
পাকাশয়িক লক্ষণের সহিত বাতরোগ পর্যায়ক্রমে উপস্থিত হয়; একটি বর্ষাকালে দেখা দেয় এবং অপরটি বসন্তকালে প্রকাশ পায়; বাতরোগ ও আমাশয় পর্যায়ক্রমে উপস্থিত হয় ( এব্রোটে)।
বেদনা, ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে, স্থানগুলি অঙ্গুলির অগ্রভাগ দিয়া আবৃত করা যায় (ইগ্নে)। বেদনা একস্থান হইতে অন্যস্থানে দ্রুত সরিয়া যায় ( কেলি সালফ, ল্যাক ক্যানি, পালস)। বেদনা হঠাৎ আসে, হঠাৎ চলিয়া যায় ( বেল, ইগ্নে, ম্যাগ ফস)।
প্রত্যহ একই সময়ে স্নায়ুশূলের (Neuralgia) আক্রমণ ( চিনি সালফ)।
পাকাশয়ের পীড়া, বিয়ার মদ্যপানের কুফল, ক্ষধাহীনতা, পাকাশয় গহ্বরে ভারবোধ, বায়ুস্ফীতি, আহারের অল্পক্ষণ পরে বৃদ্ধি; দড়ির মত শ্লেষ্মা ও রক্তবমন, পাকস্থলীতে গোলাকৃতি ক্ষত (জিমনোক্ল্যা)।
নাসিকা-নাকের গোড়ায় চাপদেয়ার মত বেদনা ( কপালে ও নাকের গোড়ায় বেদনা-ষ্টিক্টা), নাসিকায় শ্লেষ্মা জমে শক্ত হয়ে যায় “ঝামার মত পদার্থ” বাহির হয়। চটচটে দড়ার ন্যায়, সবুজ তরল শ্লেষ্মা; পরিষ্কার চাপচাপ শ্লেষ্মা নির্গত হয়; এবং যদি এই স্রাব বন্ধ হয় তাহা হইলে মস্তিস্কের পেছনের দিক হইতে কপাল পর্যন্ত তীব্র বেদনা হইতে থাকে।
ডিপথেরিয়া;- গলার মধ্যে কৃত্রিম ঝিল্লী উৎপন্ন হয়, উহা মুক্তার ন্যায় চাকচকে, কঠিন, তন্তময় পদার্থে গঠিত থাকে এবং নীচের দিকে স্বরযন্ত্র ও বায়ুনালীর দিকে বিস্তৃত হইতে থাকে (ল্যাক ক্যানি; ব্রোমিয়ামের বিপরীত)।
আলজিভ স্ফীত হইয়া, জলপূর্ণ থলির ন্যায় দেখায়, অত্যন্ত স্ফীত কিন্তু কিছুটা লালাভ ( রাস)।
কাশি; প্রবল ঘড়ঘড় শব্দযুক্ত, গলায় চটচটে শ্লেষ্মা জমিয়া বাকরোধ হয়, অনাবৃত হইলে বৃদ্ধি (হিপার)।
ক্র ুপ (Croup), স্বরভঙ্গযুক্ত, ধাতব শব্দের ঠংঠং শব্দযুক্ত, সকালে ঘুম হতে উঠিলে, আঠার ন্যায় অথবা তন্তুময় (fibro-elastic) শ্লেষ্মাখন্ডসমূহ উঠিতে থাকে, সেই সাথে শ্বাসকষ্ট, শয়নে উপশম (শুয়ে থাকা অবস্থায় বৃদ্ধি-এরালিয়া, ল্যাকে)।
গলকোষে গভীর ক্ষয়কর ক্ষত, প্রায়ই সিফিলিস জনিত।
মাথাব্যথা, উহাতে আক্রমেণের পূর্বে দৃষ্টি অস্বচ্ছ হয় অথবা দৃষ্টিলোপ হয় (জেলস, ল্যাক ডি), রোগী শুইয়া পড়িতে বাধ্য হয়, আলোকে ও শব্দে বিতৃষ্ণা, মাথাব্যথা বৃদ্ধি হইলে দৃষ্টিশক্তি ফিরিয়া আসে (আইরিস, নেট্রাম মিউ, ল্যাক ডি)।
জরায়ুর বহির্নির্গমন, উহা প্রায়ই গরম আবহাওয়ায় দেখা দেয়।
মোটা লোকদিগের সঙ্গম ইচ্ছার অভাব।
সম্বন্ধ-তুলনীয়-ক্র ুপ রোগে ব্রোমিয়াম, হিপার, আয়ড।
ক্যান্থারিস ও কার্বলিক এসিডের পর ইহাদ্বারা রক্তামশয়ে অন্ত্রের চাঁচনির (scrapings) ন্যায় মল আরোগ্য হইয়াছে।
ক্র ুপ রোগে আয়ডের পর যখন স্বরভঙ্গযুক্ত কাশির সহিত চটচটে ঝিল্লীবৎ শ্লেষ্মা উঠিতে থাকে, রোগীর সর্বাঙ্গীণ দূর্বলতা ও শীতলতা বর্তমান থাকে তখন উপযোগী। তরুণ ও পুরাতন নাসিকার সর্দিতে ক্যাল্ক কার্বের পর ভাল কাজ করে। সর্দিজ পীড়ায় ও চর্মরোগে ইহার পর এন্টিম টার্ট ভাল কাজ করে।
উপচয়- গ্রীষ্মের উত্তাপে, গরম আবহাওয়ায়।
উপশম-চর্মলক্ষণ শীতকালে ভাল থাকে ( বিপরীত এলু , পেট্রল)।
কোন মন্তব্য নেই