এমোনিয়াম কার্বনিকাম (Ammonium Carbonicum/Ammonium Carb) [Am-c - এমোন কার্ব]
এমোনিয়াম কার্বনিকাম [Am-c - এমোন কার্ব]
[স্মেলিং সল্ট ]
রক্তস্রাবপ্রবণ ধাতু, রক্ত তরল, লাল রক্ত-কণিকার স্বল্পতা; ক্ষতের গ্যাংগ্রিনে পরিণত হইবার প্রবণতা।
মোটসোটা, মেদবহুল স্ত্রীলোক, বসিয়া বসিয়া দিন কাটানর ফলে নানাপ্রকার পীড়ায় ভোগেন; কোমলাঙ্গী স্ত্রী যাহারা সব সময়েই স্মেলিং সল্টের শিশি হাতে কাছে রাখেন, শীতকালে সহজেই সর্দিতে আক্রান্ত হন।
শিশু স্নান করিতে চায় না ( এন্টিম ক্রুড, সালফ)।
ঘুমাইয়া পড়িলে দমবন্ধের মত হয়, শ্বাসগ্রহণ করিবার জন্য জাগিয়া উঠেন(গ্রিন্ডেরিয়া, ল্যাকে)।
আর্দ্র, ঝড়ের আবহাওয়ায় মেজাজ খারাপ হইয়া পড়ে।
মাথাব্যাথা, পূর্ণতাবোধ, মনে হয় যেন কপালটি ফাটিয়া যাইবে ( বেল, গ্লোন)।
নাসাপথে রক্তস্রাব; প্রাতে হাতমুখ ধোয়ার সময় নাসাস্রাব (আর্নি, ম্যাগ কার্ব)। বাম নাসা হইতে আহারের পর রক্তস্রাব।
নাসিকার অবরুদ্ধতা, প্রায়শঃ রাত্রিকালে, মুখ দিয়া নিঃস্বাস নিতে বাধ্য হয়।
ইহা ডিপথেরিয়া রোগেও একটি উল্লেখ যোগ্য লক্ষণ। দীর্গকাল স্থায়ী সর্দি, শিশুদিগের সর্দিতে নাক বন্ধ হইয়া যায় ( হিপার, নাক্স, স্যাম্বু, ষ্টিক্টা)।
পচা গলক্ষত, টনসিলে গ্যাংগ্রিন ক্ষত জন্মানর প্রবণতা; গ্রন্থিদ্বয়ের রক্তসঞ্চয়।
ডিপথেরিয়া ও স্কার্লেটজ্বরে যখন নাক অবরুদ্ধ হইয়া যায়, শিশু দমবদ্ধ হইয়া যায় বলিয়া ঘুমাইতে পারে না।
ঋতু আরম্ভ হইবার সময় কলেরার ন্যায় লক্ষণসমূহ প্রকাশ পায় ( বোভিষ্টা, ভিরেট্রাম)।
ঋতুস্রাব; অতিশয় শীঘ্র শীগ্র, প্রচুর স্রাব, আরম্ভ হইবার পূর্বে কামড়ানর মত বেদনা; স্রাব বিদাহী, উহাতে ঊরুদ্বয় ক্ষতযুক্ত হইয়া পড়ে, রাত্রিকালে ও বসিয়া থাকিলে স্রাব অধিক (জিঙ্ক), এরসাথে দাঁতের বেদনা, পেটের বেদনা, বিষাদভাব, মনমরা, অবসন্নতা, বিশেষতঃ ঊরুদ্বয়ের, হাইতোলা ও শীত শীত ভাব।
Leucorrhoea বা প্রদরস্রাব পানির মত, জরায়ু হইতেই জ্বালাকর, বিদাহী; যোনিপথ দিয়া প্রচুর, উহাতে vulva বা ভগৌষ্ঠ ক্ষত তৈরী হয়।
শ্বাসকষ্টের সহিত হৃৎস্পন্দন, পরিশ্রমে অথবা সামান্য দুই এক ধাপ সিড়ি দিয়া উঠিলেই বৃদ্ধি, গরম ঘরে বৃদ্ধি।
Emphysema বা ফুসফুসে বায়ুস্ফীতি রোগের জন্য ইহা একটি উৎকৃষ্ট ঔষধ।
কাশি, শুষ্ক, যেন গলার মধ্যে দুলি জমিয়া সুড়্সুড় করিতেছে এইরূপ অনুভূতি হইতে কাশি প্রতিদিন ভোর ৩টা হইতে ৪টার মধ্যে (কেলি কার্ব )।
দেহ আরক্ত, আরক্তজ্বরে (scarlatina) জ্বরে যেরূপ হয় তদ্রুপ হয় ( তুলনা কর এইল্যান্থাস)।
সংঘাতিক আরক্তজ্বর (Malignant scarlatina) এর সাথে গভীর নিদ্রা, শব্দযুক্ত শ্বাসক্রিয়া।
জীবনীশক্তির ক্ষীনতা জন্য Miliary rash অথবা উদ্ভেদগুলি সামান্য মাত্র প্রকাশিত হইয়াছে এরূপ অবস্থা, মস্কিষ্কের পক্ষাঘাত হইবার সম্ভাবনা (টিউবার, জিঙ্ক)।
সম্বন্ধ- ইহা রস টক্স বিষাক্ততা এবং কীপতঙ্গের দংশনের প্রতিবিধাণ করে।
বিশেষভাবে দেহের পার্শ্বকে আক্রমণ করে।
ল্যাকেসিসের সহিত বিরুদ্ধ সম্বন্ধ।
উপচয়- ঠান্ডা আর্দ্র আবহাওয়ায়, আর্দ্র পুলটিস লাগাইলে, পানিতে ধৌত করিলে; মাসিকের সময়।
উপশম-উপুড় হইয়া শয়নে (এসেট এসি), বেদনাযুক্ত পার্শ্বে চাপিয়া শুইলে (পালস), শুষ্ক আবহাওয়ায়।
[শক্তি-৬, ৩০ ]
কোন মন্তব্য নেই