Header Ads

এষ্টিরিয়াস রুবেন্স (Asterias Rubens) [এষ্টার - Aster]

এষ্টিরিয়াস রুবেন্স (Asterias Rubens) [এষ্টার - Aster]
Asterias Rubens- Star Fish

এষ্টিরিয়াস রুবেন্স [ষ্টার ফিস ]


সাইকোসিস ধাতুদোষযুক্ত থলথলে-গঠন, শ্লেষ্মাপ্রধান, ক্রোধী প্রকৃতির ব্যক্তি।

মানসিক আবেগে সহজেই উত্তেজিত হইয়া উঠে, বিশেষতঃ কেহ প্রতিবাদ করিলে (এনাকার্ডি, কোনি)।

মস্তকে উত্তপ, মনে হয় উত্তপ্ত বায়ু দ্বারা পরিবেষ্টিত রহিয়াছে।

মস্তিষ্কের দিকে রক্তপূর্ণ উচ্ছাস (Sanguineous congestion)।

সন্নাসরোগ(Apoplexy), মুখমন্ডল লাল, নাড়ী কঠিন, পূর্ণ ও দ্রুত।

স্তনের ক্যান্সার রোগ, তীব্র ছুরিকাঘাতের ন্যায় (lancinating pain) বেদনা। স্তনে টানিয়া ধরার ন্যায় বেদনা, ঋতুস্রাবের পূর্বেই স্তন স্ফীত ও প্রসারিত, স্তন ভিতর দিকে টানিয়া ধরিতেছে এরূপ অনুভূতি হয়।

স্তনে কালশিরাবৎ লাল চিহ্ন প্রকাশ পায়, উহা ফাটিয়া স্রাব হইতে থাকে, ক্রমে সমস্ত স্তনটি আক্রান্ত হয়, অত্যন্ত দুর্গন্ধ ছাড়ে, ক্ষতের কিনারাগুলি বিবর্ণ, উন্নত, স্তনবৃন্তসদৃশ, কঠিন, উন্নত, তলদেশ লালাভ মাংসাঙ্কুরে আবৃত।

পদক্ষেপ অসম, পেশীসমূহ ইচ্ছাশক্তির আয়ত্তে থাকে না (এলু, জেলস)।

অপস্মার আক্রমনের চার পাঁচ দিন পূর্ব হইতে সর্বাঙ্গে উৎক্ষেপ অনুভূত হয়।

কোষ্ঠবদ্ধতা, দুর্দম্য, নিষ্ফল মলবেগ, মল জলপাইয়ের ন্যায় শক্ত গোল গোল বলের ন্যায়।

উদরাময়, জলবৎ, বাদামীবর্ণ, প্রবলবেগে পিচকারীর জলধারার ন্যায় নির্গত হয় (ক্রোটন টিগ, গ্র্যাটিওলা, গুম্মি, জ্যাষ্টোফা, থুজা)।

স্ত্রীলোকদিগের সঙ্গমেচ্ছার বৃদ্ধি (লিলি)।

সম্বন্ধ-সমগুণ-মিউরেক্স, সিপিয়া

তুলনীয়, স্তনের ক্যান্সার-কার্বএনি, কোনি; অপস্মার  রোগে বেল, ক্যাল্ক, সালফ

[শক্তি-৩০, ২০০ ]


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.