এসেরাম ইউরোপিয়াম (Asarum Europaeum) [Asar - এসের ]
স্নায়বিক প্রকৃতির উৎকন্ঠিত ব্যক্তি, উত্তেজনাপ্রবণ এবং বিষাদিত।
কল্পনা করে সে যেন স্রোতের ন্যায় বাতাসে ভাসিয়া বেড়াইতেছে (ল্যাক ক্যানি), অঙ্গ প্রত্যঙ্গ হালকা বোধ হয়।
যে-কোন মানসিক আবেগ ঠান্ডায় “কাঁপিতে” থাকে।
স্নায়ুসমূহের অনুভবাধিক্য, সূতি বা সিল্ক কাপড়ের খস্ খস্ শব্দ, কাগজের খড়খড় শব্দ অসহ্য বোধ হয় (ফেরাম, টেরেন্টু)।
মনে হয় যেন কোন বহিরাগত পদার্থে কর্ণদ্বয় বদ্ধ হইয়া গিয়াছে।
পড়িবার সময় মনে হয় যেন চক্ষদ্বয় চাপ দিয়া একদিকে ঠেলিয়া দিতেছে, অথবা বাহিরের দিকে টানিয়া আনিতেছে, ঠান্ডা জলে চক্ষু ধুইলে উপশম।
ঠান্ডা জল অথবা ঠান্ডা বাতাসে চক্ষুদ্বয়ে অতিশয় আরামদায়ক হয়।
সূর্যকিরণ, আলোক ও বাতাস অসহ্য।
বিবমিষা, থাকিয়া থাকিয়া আক্রমণ অথবা অবিরত ( ইপি), আহারের পর বৃদ্ধি, জিহ্বা পরিস্কার (সালফ), গর্ভকালীন বিবমিষা।
মদ্যপানে অদম্য স্পৃহা, রাশিয়া দেশে মদ্যপায়ীদের জন্য ইহা একটি জনপ্রিয় ঔষধ।
প্রাতঃকালে নিদ্রাভঙ্গে পাকস্থলীতে চাপনবৎ, খনন করার ন্যায় ভীষণ অনুভূতি (অপরিমিত মদ্যপানের পর)।
অতিশয় মূর্ছাকল্পতা এবং অবিরত হাইতোলা।
সম্বন্ধ-হ্রাস-বৃদ্ধি লক্ষণে কষ্টিকামের সমগুণ; দড়ির মত ছেড়া ছেড়া মল লক্ষণে এলো, আর্জ নাই, মার্ক, পডো, পালস ও সালফ এসিড সদৃশ।
উপচয়-ঠান্ডা শুষ্ক অথবা পরিষ্কার, সুন্দর আবহাওয়ায় (কষ্টি)।
উপশম-ঠান্ডা জলে মুখমন্ডল বা আক্রান্ত দেহাংশ ধুইলে, আর্দ্র স্যাঁৎসেঁতে আবহাওয়ায় (কষ্টি)।
[শক্তি-৩, ৬ ]
কোন মন্তব্য নেই