Header Ads

কার্বলিক এসিড (Carbolic Acid) [CARB-AC কার্ব এসিড ]

কার্বলিক এসিড (Carbolic Acid) [CARB-AC কার্ব এসিড ]

[জান্তব (Glacial) কার্বলিক এসিড] 


এই ঔষধের ক্রমগুলি সুরাসার (alcohol) দ্বারা প্রস্তুত হয় ( অন্যান্য এসিড থেকে প্রস্তুতকৃত হোমিও ঔষধ সমূহের ক্রমপ্রস্তুতের ব্যতিক্রম)। 

বেদনা ভীষণ, হঠাৎ আসে, অল্পকাল থাকে আবার আকষ্মাৎ অন্তর্হিত (disappear) হয় (বেল, ম্যাগ ফস)। 

গভীর অবসন্নতা, হিমাঙ্গতা, দেহ বিবর্ণ এবং ঠান্ডা ঘর্মে সিক্ত (ক্যাম্ফর, কার্বো ভেজ, ভিরেট্রাম)। 

শারীরিক পরিশ্রমে এমনকি অধিক ভ্রমণে, শরীরের কোন কোন অংশে ফোঁড়া বাহির হয়, কিন্তু সাধারণতঃ ডান কর্ণে - R.T. Copper. 

অপ্রবল, ভারবোধযুক্ত সম্মুখ কপালের শিরঃপীড়া, মনে হয় যেন কপালের উপর দিয়া  একটি রাবারের ফিতা জোরে বাঁধা রহিয়াছে; শিরঃপীড়া এক শঙ্খস্থান (temple) হইতে অপর শঙ্খস্থান পর্যন্ত বিস্তৃত (জেলস, প্ল্যাটি, সালফ)। 

অগ্নিদগ্ধ স্থানে যখন ক্ষত জন্মে এবং কলতানির ন্যায় স্রাব (ichorous discharge) হইতে থাকে। 

মুখ, নাক, গলা, নাসারন্ধ্র, সরলান্ত্র, যোনিদ্বার হইতে দুর্গন্ধ স্রাব ( এনথ্রা, সোরিন, পাইরো)। 

সংঘাতিক আরক্ত-জ্বর (Malignant scarlatina) ও ইচ্ছাবসন্ত (variola) (এমন-কার্ব)। 

ভোঁতা অস্ত্র দ্বারা ছড়িয়া যাওয়া ক্ষত (Lacerated wounds), অস্থি বাহির হইয়া পড়ে, পিষিয়া যায়, কোমল অংশ হইতে যথেষ্ট পচলা উঠে ( ক্যালেন্ডুলা)

হুইস্কি পান ও তামাক সেবনের স্পৃহা (এসেরাম, কার্বো ভেজ)। 

মাতালদের এবং গর্ভকালে বমন, সমুদ্রপীড়া, ক্যান্সার, উহা হইতে কৃষ্ণাভ, জলপাইয়ের ন্যায় সবুজবর্ণ স্রাব (পাইরো)। 

আমাশয়, তরল আম, শ্লৈষ্মিক ঝিল্লীর চাঁচানিবৎ আম এবং অত্যন্ত কুন্থন (ক্যান্থ)। উদরাময়- মল পাতলা, অসাড়ে নির্গত, কাল এবং অসহ্য দুর্গন্ধযুক্ত। 

কোষ্ঠবদ্ধতা, তৎসহ অতি দুর্গন্ধ শ্বাস-প্রশ্বাস ( ওপি, সোরিন)। 

প্রদরস্রাব, বিদাহী, প্রচুর, দুর্গন্ধ, সবুজ। 

সম্বন্ধ-তুলনীয়- পোড়া ক্ষতে; আর্স ক্রিয়োজোট,। অস্বাস্থ্যকর দুর্গন্ধ স্রাবযুক্ত ক্ষতে-জেলস, মার্ক, সালফ। 

পানি মিশ্রিত সিডার ভিনেগার (dilute cider vinegar) দ্বারা কার্বলিক এসিড এর ক্রিয়া প্রতিবিধান (antidoted by) হয়। 

[শক্তি-৩, ৩০] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.