Header Ads

কার্বো এনিমেলিস (Carbo Animalis) [ Carb-An - কার্বো-এন ]

কার্বো এনিমেলিস (Carbo Animalis) [ Carb-An - কার্বো-এন ]

কার্বো এনিমেলিস (Carbo Animalis) [ Carb-An - কার্বো-এন ] 

[জান্তব কয়লা Animal Charcoal ]

মাথাব্যাথা; যেন মাথার মধ্যে ঘূর্ণী ঝড় বহিতেছে, যেন মাথাটি বায়ুপ্রবাহ দ্বারা খন্ড খন্ড হইয়া যাইতেছে; রোগীকে রাত্রে উঠিয়া বসিয়া থাকিতে হয় এবং মাথা ধরিয়া একত্রিত করিয়া রাখিতে হয়।

বয়স্ক লোকদের পীড়া, তৎসহ স্পষ্ট শৈরিক রক্তাধিক্য (venous plethora), গন্ডস্থল (cheeks) নীলবর্ণ , ঠোট নীলরর্ণ ও অত্যন্ত দূর্বলতা। 

রক্তসঞ্চালন ক্ষীণ, অবরুদ্ধ, জৈব উত্তাপ (vital heat) অত্যন্ত কমিয়া যায়; নীলরোগ (cyanosis) [এন্টিম টার্ট, কার্বো ভেজ)।


গ্রন্থিগুলি শক্ত, স্ফীতি, বেদনাযুক্ত, ঘাড়ের, বগলের, কুঁচকির, স্তনের গ্রন্থিগুলির ঐ ভাব, বর্শবিদ্ধবৎ, কর্তনবৎ বেদনা (কোনি)।

বিপদজনক নয় এমন (Benign) পুঁজস্রাব পরিবর্তিত হইয়া কলতানির ন্যায় (ichorous) হয়, অতি ক্ষতিকর (malignant) অবস্থার সৃষ্টি করে। 


ভারিবস্তু উঠাইলে (lifting) সহজেই মচকাইয়া (strained) যায়, এমন কি অল্প ভার তুলিলেও এরূপ হয়; পরিশ্রম করিলে এবং গুরুভার তুলিলে (straining and overlifting) সহজেই দূর্বল হইয়া পড়ে, হাঁটিবার সময় গোড়ালি ঘুরিয়া যায়। 

সন্ধিগুলি ( Joints) দূর্বল, সামান্য পরিশ্রমে সহজে মচকাইয়া যায় ( লিডাম)। 

শুষ্ক, খোলা, শীতল বাসাসে অনিচ্ছা। 

ঋতুস্রাব দেখা দিলে এত দূর্বল হইয়া পড়ে যে কথা বলিতে পারে না ( এলু, কক্কিউল), ঋতুস্রাব কেবল মাত্র প্রাতঃকালে। 

শ্রবণশক্তির গোলযোগ, বলিতে পারে না যে কোন দিক হইতে শব্দটি আসিতেছে। 

প্লুরিসি রোগ আরোগ্য হইলেও বুকের মধ্যে সূচীবিদ্ধবৎ বেদনা থাকিয়া যায় (র‌্যানান বাল্ব)। 

ঋতুস্রাব, প্রদরস্রাব, উদরাময়, সব কিছুই দূর্বলকর ( আর্স-সব কিছুই দূর্গন্ধ-সোরিন)। 

সম্বন্ধ- অনুপুরক(Complementary)-ক্যাল্ক, ফস। 

সমগুণ-ব্যাডিয়াগা, ব্রোমিয়াম, কার্বো ভেজ, ফস, সিপিয়া, সালফ। 

পচামাছ এবং পচা সব্জি খাওয়ার কুফলে প্রায়ই কার্ব এনি উপযোগী হয় ( কার্বো ভেজ, সেপা)। 

বৃদ্ধি(Aggravation)- দাড়ি কামানের পর ( দাড়ি কামানর পর উপশম-ব্রোমিয়াম)। সামান্য স্পর্শে, মধ্যরাত্রির পর। 

[শক্তি-৩০, ২০০] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.