Header Ads

কেলি ব্রোমেটাম (Kali Bromatum) [ কেলি ব্রো - Kali Br ]

কেলি ব্রোমেটাম (Kali Bromatum) [ কেলি ব্রো - Kali Br ]

কেলি ব্রোমেটাম 

[পটাসিয়াম ব্রোমাইড - Potassium Bromide. (KBr)]

দীর্ঘ দেহ, মোট হওয়ার প্রবণতাযুক্ত ব্যক্তির পক্ষে উপযোগী।

পূর্ণ বয়স্ক ব্যক্তি অপেক্ষা শিশুদিগের উপর অপেক্ষাকৃত ভাল কাজ করে।

গলকোষ, স্বরযন্ত্র, মূত্রনালী ও সমস্ত দেহের অনুভূতিশূণ্যতা, চলিবার সময় টলমল করে, পা ঠিক পড়ে না, মনে হয় পদদ্বয় যেন পার্শ্বের দিকে চলিয়া যাইতেছে।


স্নায়বিক, অস্থির, স্থির হইয়া বসিতে পারে না, ইতস্ততঃ ঘুরিয়া বেড়ায় অথবা কিছু করিতে থাকে, হাত ও আঙ্গুলগুলি সর্বদা নড়াইতে থাকে, হস্তদ্বয় অস্থির (fidgety) (পদদ্বয় অস্থির-জিঙ্ক); আঙ্গুলগুলি কাঁপিতে থাকে।

মাঝে মাঝে অদম্য ক্রন্দন প্রবৃত্তিতে মুর্ছা দেখা দেয়, গভীর বিষাদময় ভ্রান্ত ধারণাসমূহ (melancholic delusions)। স্মৃতিশক্তির লোপ, কিভাবে কথা বলিতে হইবে তাহা ভুলিয়া যায়,

অন্যমনস্ক; কিছু বলিবার পূর্বে কথাটি বলিয়া দিলে উহা বলিতে পারে (এনাকার্ডি)।


হতাশ (Depressed), দূর্বলচিত্ত (low-spirited), উৎকন্ঠিত (anxious)- “মনে হয় যেন তারা মানসিক ভারসম্য হারাবে।”


পেশীসমূহের অসামঞ্জস্য (জেলস); স্নায়বিক দূর্বলতা, সঞ্চালনক্রিয়া সম্বন্ধীয় পক্ষাঘাত এবং অবশতা।
অস্থিরতা, নিদ্রাহীনতা-উহার কারণ বৈষয়িক দুশ্চিন্তা এবং শোক, সম্পত্তি অথবা সুনাম নষ্ট হইয়া যাওয়া, বৈষয়িক বিপর্যয় (হায়স)।

শিশুদিগের রাত্রিভীতি (কেলি ফস), নিদ্রার মধ্যে দাঁত কড়মড় করে, চিৎকার করে; গোঁ গোঁ শব্দ করে, কাঁদে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, আত্মীয়গণ তাহাকে সান্তনা দিতে পারে না, স্বপ্নসঞ্চারণ (সাইলি)।

আক্ষেপ-স্নায়বিক রক্তপ্রধানধাতু ব্যক্তিগণের, ভয়, ক্রোধ অথবা চিত্তবিকার হইতে-প্রসবকালে, দন্তোদ্গমকালে; হুপিং কাশি, এলবুমেনযুক্ত মুত্ররোগ।

অপস্মার-স্বয়ম্ভুত, সিফিলিসজাত, গুটিকাদোষ হইতে সাধারণতঃ ঋতুস্রাবের দুই একদিন পূর্বে, অমাবস্যায়। অপস্মারের আক্রমণের পরে মাথা ব্যাথা দেখা দেয়। 

শিশু কলেরা, তৎসহ মস্তিস্কের প্রতি-ক্ষিপ্ত প্রদাহ; রসঃপ্রসেকের পূর্বে, মস্তকোদক রোগের প্রাথমিক অবস্থায় ব্যবহার্য। 

প্রতিদিন ভোর ৫টায় শিশুদিগের উদরশূল (বৈকাল ৪টায় কলোসিন্থ, লাইকো)। 
গর্ভকালে স্নায়বিক কাশি, শুষ্ক, কঠিন কাশি, প্রায় অবিরাম কাশি, উহাতে গর্ভস্রাবের আশঙ্কা (কোনি)। 

তোতলামি, ধীরে ধীরে ও কষ্টে কথা বলে (বোভিষ্টা, ষ্ট্যামো)। 

বয়ঃব্রণ, সাধারণ প্রকারের, শক্ত, লালবর্ণ, নীলাভ-লাল, পুঁজবটী-সদৃশ-মুখের উপর, বুকের, কাঁধের উপর, উহাতে কুঃসিত চিহ্ন থাকিয়া যায় ( কার্বো এনি); বদভ্যাসযুক্ত স্থুলকায় যুবকদিগের বয়ঃব্রণ। 

সম্বন্ধ-সীসক বিষাক্ততার ইহা একটি প্রতিষেধক। বয়ঃব্রণে ইউজিনিয়া জ্যাম্বোসের পর প্রায়ই উপযোগী হইয়া থাকে। 

[শক্তি-৩০, ২০০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.