Header Ads

চ্যাপারো এমারগোসা ( Chaparro Amargoso ) [ চ্যাপারো এমার Chaparro Amar ]

chaparro-amargosa- চ্যাপারো এমারগোসা

হোমিওপ্যাথিক ঔষধ চ্যাপারো এমারগোসা


ভিন্ন নামঃ গোট্ বুস, চ্যাপারো বুস, বিসহিরানডি এমারগোসো, ক্যাসটিলা নিকোলসনি।

অরিজিনঃ দক্ষিন এরিজোনা

পুরাতন উদরাময়।

যকৃতের উপর সামান্য টিপিলেইব্যথা বোধ হয়।

মলের সহিত বেদনা থাকে না বললেই চলে, কিন্তু মলের সঙ্গে প্রচুর শ্লেষ্মা।

আমাশয়।

বলকারক এবং পালানাশক ঔষধরূপে ইহা কাজ করে।

ক্লিনিক্যালঃ গ্যাষ্ট্রাইটিস, প্যারাসাইটিস, প্রোটোজোয়াল ইনফেকশন (Cryptosporidium), ফ্যাঙ্গাল ইনফেকশন, ক্রনিক ডাইজেষ্টিভ ইনফ্লামেশন, ষ্টমাক আলসার, দুষিত খাদ্য ও পানীয় পানের ফলে সৃষ্ট পেটের পীড়া।


সম্বন্ধ- ক্যালি কার্ব, কুপ্রাম, আর্স, ক্যাপ্সি

শক্তি। ৩য় শক্তি।

মাত্রা। বয়স ও ওজন অনুযায়ী ৫ - ২০ ফোঁটা মাদার টিংচার।


তথ্যসুত্র: মেটেরিয়া মেডিকা, উইলিয়াম বোরিক। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.