কুরচি [Kurchi, Holarrhena Antidysenterica ]
Holarrhena antidysenterica (Kurchi) একটি প্রাচীনতম ইন্ডিয়ান ঔষধ যা কুরচি নামেই বেশি পরিচিত।
কুরচি গাছের ছালে যে এলকালয়েড থাকে তার পরিমাণ ৪.৫%।
কুরচিসিন এবং কনেসিমাইন নিয়েও
বিস্তর গবেষণা করা হয়েছে। কুরচি Apocynaceae পরিবারের অন্তরভুক্ত।
কুরচি গাছের
শুকনা ছাল হইতে Homoeopathic Pharmacopoeia অনুসরণ
করে হোমিওপ্যাথিক টিংচার প্রস্তুত করা হয়।
কুরচি প্রথমে Dr. Mahendra Lal
Sircar প্রূভিং করেন। Central
Council for Research in Homeopathy (CCRH) হেনিম্যানিয়ান পদ্ধতিতে প্রূভিং করে যা
২০০৫ সালে প্রকাশিত হয়।
Kurchi তরুণ
অথবা পুরাতন আমাশয় (Dysentery) এবং
জ্বরের জন্য একটি শক্তিশালী নিরাময়কারী এজেন্ট হিসাব পরিচিতি লাভ করে।
কুরচি প্রধানত
Antiamoebicide হিসেবে উপকারী
এছাড়াও ইহার রক্তে উচ্চ মাত্রার শর্করা নিয়ন্ত্রণ (Antihyperglycemic) করার ক্ষমতা পরিলক্ষিত হয়। α-glucosidase
কার্যক্রমের মাধ্যমে অন্ত্রে (Intestine) শর্করা পরিশোষণ (Carbohydrate
Absorption) বাধা দেয় ও বিলম্বিত
করে। ফলে খাবার খাওয়ার সাথে সাথে সৃষ্ট রক্তের শর্করা বৃদ্ধি (hyperglycemia) বাধাগ্রস্থ হয়।
বহুগবেষণায়
এটা দেখা গেছে কুরচি পরিপাকতন্ত্রের গোলযোগ (Digestive Disorders) নিরাময়ে কার্যকর। ইহা হিস্টামিন রিসিপটর
এবং Ca (++) চ্যানেল ব্লকারস
এর উপর উত্তেজক ও শিথিল ক্রিয়া প্রকাশ করে।
ইহা কোষ্টকাঠিন্য কলিক ও উদরাময়ের মত Gastrointestinal
Disorder নিরাময়ে কর্যকরি ভূমিকা
রাখে। এছাড়া রক্তক্ষরণকৃত পাইলসের রক্ষকরণ বন্ধ করতে সক্ষম।
গবেষণায় দেখাগেছে Holarrhena
Antidysenterica সমৃদ্ধ ঔষধ ব্যবহারে
Irritable Bowel Syndrome (IBS) ও
ইহার আনুসঙ্গীক উপসর্গ নিরাময়ে উপকার পাওয়া যায়।
প্রয়োগ ক্ষেত্রঃ
তরুণ ও পুরাতন কোলাইটিস, উদরাময় এবং আমাশয়। র্যাক্টামে বেদনা ও রক্তক্ষরণ, আইবিএস
ও ইহার সংশ্লিষ্ট লক্ষণে।
অনুপুরক ঔষধ
(Complementary medicines)
: নাক্স ভমিকা, কার্বভেজ
সতর্কতাঃ বেশি
মাত্রায় গ্রহণে রক্তচাপ (Blood Pressure)
কমিয়ে দিতে পারে।
__________________________________________________________________________________________________
References:
Homoeopathic Pharmacopoeia of India, Department of Ayurveda,
Yoga & Naturopathy, Unani, Siddha and Homoeopathy, Ministry of Health and
Family Welfare, Government of India.
Kazi Monjur Ali et al., Inhibitory effect of
hydro-methanolic extract of seed of Holarrhena antidysenterica on
alpha-glucosidase activity and postprandial blood glucose level in
normoglycemic rat, Journal of Ethnopharmacology, Volume 135, Issue 1, 26 April
2011, Pages 194–196
Gilani AH et al., Pharmacological basis for the medicinal
use of Holarrhena antidysenterica in gut motility disorders, Pharm Biol. 2010
Nov;48(11):1240-6.
Pal A. et. al., A clinical study of kutaja (Holarrhena
antidysenterica Wall) on shonitarsha, AYU 30, 4, 389—372
কোন মন্তব্য নেই